iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

পাকিস্তান সফরে সে ছিলো আমাদের ‘ফার্স্ট চয়েজ’: নান্নু

In ক্রিকেট দুনিয়া - 18th Jan 20 at 07:36 PM - Views : 18
পাকিস্তান সফরে সে ছিলো আমাদের ‘ফার্স্ট চয়েজ’: নান্নু

অবশেষে চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ শনিবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে কপাল পুড়লো ইমরুল কায়েসের। আর এ সুবাদে ভাগ্য খুলে গেছে আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্তর। শেষ পর্যন্ত পাকিস্তানগামী টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের।

আজ (শনিবার) দুপুরে পাকিস্তান সফরের

0

স্কোয়াড ঘোষণার পর দলের গঠন বিন্যাস ও ক্রিকেটার নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও অকপটে স্বীকার করেছেন, ইমরুলই ছিলেন তাদের প্রথম পছন্দ। কিন্তু তিনি তো শতভাগ ফিট নন। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তাই তাকে নেয়া সম্ভব হয়নি।

নান্নুর কথা, ‘সাকিব তো এমনিই নেই। এ সফরে মুশফিককেও পাওয়া যাবে না। মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব। তাই ঐ জায়গায় ইমরুল কায়েসই ছিলো আমাদের ‘ফার্স্ট চয়েজ’। কিন্তু তার তো হ্যামস্ট্রিং ইনজুরি। তাই তাকে নেয়া সম্ভব হয়নি। সে কারণেই আমরা নাজমুল হোসেন শান্তকে বিশেষ বিবেচনায় এনেছি।’

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

0
Googleplus Pint
Manna Hasan
Posts 2
Post Views 57
Helim Hasan Akash
0