iTPlic.BizLogin Sign Up
0

বর্ষার দিনে মেকআপে চাই স্নিগ্ধতা আর স্থায়িত্ব

In রূপচর্চা/বিউটি-টিপস - 3rd Jul 25 at 12:56 PM - Views : 26
বর্ষার দিনে মেকআপে চাই স্নিগ্ধতা আর স্থায়িত্ব

বর্ষা মানেই আকাশে মেঘের আনাগোনা, হঠাৎ বৃষ্টি, আর বাতাসে বাড়তি আর্দ্রতা। ঠিক যেমন প্রকৃতি পায় নতুন রূপ, তেমনই আমাদের সাজেও প্রয়োজন পড়ে একটু ভিন্নতার। কারণ এই সময়টাতে ত্বকে ঘাম ও তেলের কারণে সহজেই মেকআপ গলে যেতে পারে। তাই মেকআপ হতে হবে হালকা, সতেজ আর দীর্ঘস্থায়ী। চলুন জেনে নেই বর্ষায় কেমন হবে আদর্শ মেকআপ রুটিন।

বর্ষার দিনে মেকআপে চাই স্নিগ্ধতা

0

আর স্থায়িত্ব




শুরু হোক ত্বকের যত্ন দিয়ে

বর্ষাকালের মেকআপ টিকে রাখার প্রথম শর্তই হলো ভালোভাবে ত্বক প্রস্তুত করা। কারণ যদি ত্বক ঠিকভাবে পরিষ্কার না থাকে, তবে মেকআপ বসবে না ঠিকমতো।



ক্লিনজিং: বর্ষার দিনে বাইরে থেকে ফিরে মুখে জমে ধুলাবালি, ঘাম আর তৈলাক্ততা। মেকআপ দেওয়ার আগে তাই হালকা ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

টোনিং: একটি অ্যালকোহলমুক্ত টোনার ব্যবহার করুন, যা ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে এবং ছোট ছোট ব্রণ বা র‍্যাশের আশঙ্কা কমাবে।

ময়েশ্চারাইজার: আর্দ্র আবহাওয়ায় ভারী ক্রিম নয়, বরং হালকা, তেলমুক্ত ময়েশ্চারাইজারই সেরা। এটা ত্বককে আর্দ্র রাখবে কিন্তু অতিরিক্ত তৈলাক্ত করবে না।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন


jagonews24

বেজ মেকআপ হোক হালকা ও ন্যাচারাল

বর্ষার মেকআপে ভারী ফাউন্ডেশন বা কনট্যুরিং ঠিক মানায় না। বরং হালকা ও প্রাকৃতিক লুকই বেশি আকর্ষণীয়।

বিজ্ঞাপন


ফাউন্ডেশন: সেমি-ম্যাট বা ওয়াটার-বেইসড ফাউন্ডেশন বেছে নিন, যা সহজে ত্বকে মিশে যায় এবং ঘামেও গলে না। প্রয়োজনে টিন্টেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম ব্যবহার করতে পারেন।

কমপ্যাক্ট পাউডার: একটু সেটিং পাউডার ব্যবহার করলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়। তবে বেশি পাউডার না দিয়ে হালকা হাতেই সেট করুন।

আরও পড়ুন
তেলতেলে নয়, বর্ষায় ত্বক থাকুক ঝলমলে
বর্ষাকালে পায়ের যত্ন নেবেন যেভাবে
jagonews24

বিজ্ঞাপন


চোখে থাকুক বর্ষার আভা

বর্ষায় চোখের সাজে হালকা রঙের স্মোকি লুক দারুণ লাগে। তবে সঙ্গে একটু সজাগ থাকাও দরকার।

আইশ্যাডো: নীল, ধূসর বা হালকা বেগুনি রঙের আইশ্যাডো বর্ষার আবহে খুবই মানানসই। তবে যেকোনো রঙ ব্যবহারের আগে ভালো করে ব্লেন্ডিং করুন, যেন চোখে রং জমে না থাকে।

বিজ্ঞাপন


আইলাইনার ও মাসকারা: অবশ্যই ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করুন। এক ফোঁটা বৃষ্টি বা ঘামে ছড়িয়ে গেলে পুরো লুকটাই নষ্ট হয়ে যেতে পারে।

jagonews24

ঠোঁটের সাজ হোক কোমল আর স্মার্ট

বিজ্ঞাপন


বর্ষার দিনে ঠোঁটে হালকা রঙই বেশি মানায়। পিচ, ন্যুড বা হালকা গোলাপি ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। গ্লসি লিপস্টিক বর্ষায় একটু বেশি চটচটে লাগতে পারে। চাইলে লিপটিন্ট ব্যবহার করে দিতে পারেন একদম ন্যাচারাল লুক।

ব্লাশন আর হাইলাইটারে সূক্ষ্ম ছোঁয়া

ব্লাশন: গোলাপি বা পিচ শেডের হালকা ব্লাশ বর্ষার মুডের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে যায়। গালের অ্যাপল বোনে হালকা করে লাগান।

হাইলাইটার: সোনালি বা হালকা ব্রোঞ্জ হাইলাইটার পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে ব্যবহার করুন। তবে অতিরিক্ত ঝলকানি এড়িয়ে চলাই ভালো।

jagonews24

মেকআপ টিকিয়ে রাখতে ছোট কিছু টিপস

সেটিং স্প্রে: মেকআপ শেষে একটি সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি মেকআপকে দীর্ঘক্ষণ তাজা রাখবে।

টিস্যু ও ব্লটিং পেপার: হাতের কাছে রাখুন। ত্বকে ঘাম বা তেল জমলে আলতো করে মুছে নিন।

পাউডারভিত্তিক প্রসাধনী: ক্রিমি প্রডাক্ট বর্ষায় গলে যেতে পারে, তাই ম্যাট বা পাউডারবেসড আইটেম বেশি ব্যবহার করুন।

চুলের যত্ন: হালকা হেয়ার সিরাম বা অ্যান্টি-ফ্রিজ প্রডাক্ট ব্যবহার করুন যাতে চুল ঝলমলে ও গোছানো দেখায়।

jagonews24

বর্ষার সাজ মানেই হালকাতেই সৌন্দর্য

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,824
0
0