iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

সুখবর দিলেন জামাল, ফিরছেন সেমির ম্যাচে

In ফুটবল দুনিয়া - 21st Jan 20 at 08:10 AM - Views : 23
সুখবর দিলেন জামাল, ফিরছেন সেমির ম্যাচে

রবিবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। আর সেমিতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ বুরুন্ডি।

এদিকে চলতি আসরে এই বরুন্ডিই সর্বোচ্চ ৭টি গোল দিয়েছে। সেমি-ফাইনালে বাংলাদেশের জন্য তাই অপেক্ষা করছে আরেক কঠিন চ্যালেঞ্জ। তবে শ্রীলঙ্কা ম্যাচে ইনজুরির কারণে না খেলা অধিনায়ক জামাল ভুঁইয়া সুখবর দিলেন, দ্রুতই সেরে উঠছেন তিনি।

বুরুন্ডির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের অবস্থা নিয়ে

0

জামাল বলেন, ‘এখন ফোলা অনেকটাই কমে গেছে। ফিজিওর পরামর্শ মতো বিশ্রাম নিয়েছি। আজ দৌড়েছি। কাল থেকে ট্রেনিং শুরু করব। আশা করি, বুরুন্ডির বিপক্ষে সেমি-ফাইনাল খেলতে পারব।’

উল্লেখ্য, শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার সেই লড়াইয়ে জামালকে ছাড়াই জিতেছে বাংলাদেশ। তবে তপু বর্মন শেষ দিকে কার্ড তাকে সেমিফাইনালে পাওয়া যাবে না। নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে হারানো অবশ্যই একটা বড় ধাক্কা। তবে সব বাঁধার বিপরীতে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল।

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 4,126
Helim Hasan Akash
0