iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

মুশফিকের পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রিয়াদ

In ক্রিকেট দুনিয়া - 21st Jan 20 at 05:21 PM - Views : 39
মুশফিকের পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রিয়াদ

চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামী ২৪ জানুয়ারি মাঠে নামবে বাংলাদেশ। এই সফরকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ।

নিরাপত্তার কারণে এই সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মুশফিক না গেলেও এই সফরে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের এমন সিদ্ধান্তকে সমর্থন করেন বলেই জানিয়েছেন রিয়াদ।

0

/>
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুশফিকের সিদ্ধান্ত আমি পূর্ণ সমর্থন করি কারণ পরিবার অবশ্যই আগে। পরিবারের থেকেও কিন্তু বড় ইস্যু একজন ক্রিকেটার বা যেকোনো মানুষের জীবন।’

তিনি আরো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এবং আমার মনে হয় দলের অন্যান্যরাও এই ব্যাপারটা নিয়ে এতোটা চিন্তিত না। আমরা শুধু খেলার কথায় চিন্তা করছি, কীভাবে ম্যাচ জিততে পারবো সেই চিন্তায় করছি।’

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,913
Helim Hasan Akash
0