iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

২০ জানুয়ারি: আজকের ধাঁধা

In ধাঁধা - 22nd Jan 20 at 05:07 PM - Views : 28
২০ জানুয়ারি: আজকের ধাঁধা

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-


১. ‘কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।’

২. ‘কাজ করি সুড় দিয়ে

নই আমি হাতি।

পরের উপকার করি তবু খাই লাথি।’

৩. ‘কায়স্ত অস্ত্র ছাড়া,

পাঁঠা ছাড়ল পা।

লবঙ্গে বঙ্গ ছাড়া, এনে

0

দেব তা।’

৪. ‘কালো মুখো পুত যার

বুকে আঘাত করে,

কিন্তু মার অভিশাপে জ্বলে-পুড়ে মরে।’

গতদিনের ধাঁধাগুলোর উত্তর -

১. ‘এমন একটি কাপের নাম

বলো দেখি ভাই।

যে কাপেতে চা চিনি দুধ পানি একটুও নাই।’

উত্তর: বিশ্বকাপ

২. ‘একটি শহরের নাম,

যা খোলা নয়।

কিন্তু সত্যি তা নয়,

না বলতে পারলে সবাই বোকা কয়।’

উত্তর: খুলনা

৩. ‘এমন একটা গাই আছে,

যা দেই তা-ই খায়, পানি দিলে মরে যায়।’

উত্তর: আগুন

৪. ‘এমন একটা দেশ চাই,

যে দেশে মাটি নেই।

এমন আজব দেশের নাম, কি বলো তো ভাই।’

উত্তর: সন্দেশ

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,945
Helim Hasan Akash
0