iTPlic.BizLogin Sign Up
0

বাংলাদেশে আমার জন্য ট্রাফিক রাস্তা বন্ধ করে দেয়: শোয়েব আখতার

In ক্রিকেট দুনিয়া - 23rd Jan 20 at 01:54 PM - Views : 28
বাংলাদেশে আমার জন্য ট্রাফিক রাস্তা বন্ধ করে দেয়: শোয়েব আখতার

বর্তমানে ইউটিউবে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন পাকিস্তানের কিংবদন্তি এবং বিশ্বের দ্রুততম ফাস্ট বোলার শোয়েব আক্তার। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতার বলেছেন, আমি শুধু ভারত নয়, সারা বিশ্বেই জনপ্রিয়।

আপনি যদি বাংলাদেশে যান দেখবেন আমার গাড়ি যাওয়ার জন্য ট্রাফিক রাস্তা বন্ধ করে দেয়। লোকেরা আমাকে অস্ট্রেলিয়ার রাস্তায়ও চিনতে পারে, তাই আমি ইউটিউবে দ্রুততম এক মিলিয়ন গ্রাহক পৌঁছাতে

0

সক্ষম হয়েছি।

পাকিস্তানের কিংবদন্তি এ ক্রিকেটার আরও বলেন, বীরেন্দ্রর শেহবাগের মাথায় যতোগুলো চুল আছে তার চেয়েও বেশি টাকা আমার আছে। আমি টাকার জন্য ইউটিউবে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করি না।

সম্প্রতি ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ বলেছেন শোয়েব আখতারের খুব অর্থের প্রয়োজন, এজন্যই তিনি ভারতের পক্ষে কথা বলেন।

শেহবাগের এমন মন্তব্য প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার আরও বলেন, ভারত আমাকে খাওয়ায় না, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন।

তাছাড়া আমি ইউটিউব চ্যানেলের কারণে বিখ্যাত নই। আমি পাকিস্তানের হয়ে ১৫ বছর ক্রিকেট খেলেছি এবং বিশ্বের দ্রুততম বোলার ছিলাম। সেজন্য বিখ্যাত।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,836
0
0