iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

২৩ জানুয়ারি: আজকের দিনটি কেমন যাবে?

In আজকের রাশিফল - 23rd Jan 20 at 04:35 PM - Views : 20
২৩ জানুয়ারি: আজকের দিনটি কেমন যাবে?

আজ ২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:


মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

আজ আপনাকে ব্যক্তিত্বের সংঘাত এড়িয়ে সহযোগিতামূলক মনোভাব নিয়ে পারিবারিক ক্ষেত্রে ও কর্মস্থলে মাথা ঠাণ্ডা রেখে কাজ সম্পাদনের চেষ্টা করতে হবে। অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে।

0

/> বৃষ : ২১ এপ্রিল-২০ মে

পুরনো কোনো সমস্যা আজ মানসিক অস্থিরতা বাড়ার কারণ হতে পারে। কারও সঙ্গে লেনদেনের আগে বিশ্বস্ত কাউকে সামনে রাখুন। প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা করলে পুরনো সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মিথুন : ২১ মে-২০ জুন

পরোপকারে মনোযোগী হলে মানসিক অবস্থার উন্নতি হবে। কেনাকাটায় আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে। যৌথ কাজে আর্থিক লেনদেনে গরমিল দেখা দিতে পারে। দূরের যাত্রায় মন ভালো রাখার চেষ্টা আপনার উপকারে আসবে।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

বৈদেশিক যোগাযোগে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। দায়িত্ব পালনে আজ একনিষ্ঠ না থাকলে কর্মক্ষেত্রে দুঃখজনক ঘটনার সম্মুখীন হতে পারেন। দূরের যাত্রায় ভালো বন্ধু জুটে যেতে পারে।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি আজ স্মরণীয় হয়ে উঠতে পারে। সাময়িক বিরোধের অবসানে পরস্পরের প্রতি ভালোবাসাবোধ একে অপরকে কাছে নিয়ে আসবে এবং তা বিয়ের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ লাভ করতে পারে।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

আপনার উৎফুল্লতা ও অতি আবেগভরা মনের কারণে পছন্দের মানুষের কাছ থেকে মানসিক কষ্ট পেতে পারেন। অবিবাহিতদের আজ নতুন করে প্রেমে পড়ার যোগ রয়েছে। দূরের যাত্রা ও পানাহারে সতর্ক থাকুন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

প্রিয়জনের সুখবরে পারিবারিক ক্ষেত্রে আজ উৎসবের আমেজ কাজ করবে। প্রতিবেশীদের চাপে আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে। অন্যের কোনো ব্যাপারে নাক গলানোর ফলে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

কর্মস্থলে আপনার জন্য রয়েছে অনেকদিনের পুরনো সমস্যা সমাধানের ইঙ্গিত। যা আপনার আগামী দিনগুলোর কাজকে এগিয়ে নিয়ে যাবে। আপনার ভেতরের মান, অভিমান, রাগ সব প্রশমন করে রাখুন।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

দিনটি আজ ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে শুভ। তবে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত ইতিবাচক কাজকেও নেতিবাচক করে দিতে পারে। দূরের কোনো যোগাযোগে বন্ধুদের কেউ প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

মনটা আজ ফুরফুরে থাকতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা জমে উঠতে পারে। সন্ধ্যার পর আড্ডায় মেতে না থেকে লেখালেখিসহ সৃজনশীল কাজে মনোযোগী হলে প্রশংসিত হতে পারেন। প্রয়োজনে প্রিয়জনকে সময় দিন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

শিক্ষক ও খেলোয়াড়রা আজ সংবর্ধিত বা প্রশংসিত হতে পারেন। কারও কারও ক্ষেত্রে পদোন্নতি বা আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে। কাউকে আজ নতুন কোনো প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

বন্ধুদের কেউ আজ নিজের স্বার্থে আপনার বিরুদ্ধে যেতে পারে। গোপন কোনো বিষয় আপনাকে সামাজিকভাবে বিব্রত করতে পারে। বন্ধুদের আজ এড়িয়ে চলাই উত্তম হবে।

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 4,127
Helim Hasan Akash
0