iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

যা করলে ত্বকের বয়স কমবে

In রূপচর্চা/বিউটি-টিপস - 23rd Jan 20 at 07:53 PM - Views : 17
যা করলে ত্বকের বয়স কমবে

বয়স হয়ে যাচ্ছে আর ত্বকও বুড়িয়ে যাচ্ছে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের যত্ন নিতে হবে।


টেনশন, অবসাদ, সারাদিনে প্রচুর পরিশ্রম, বায়ুদূষণসহ নানাবিধ কারণে ত্বকের ক্ষতি হচ্ছে। তাই ত্বকের প্রতি যত্নশীল হওয়া প্রযোজন।
আসুন জেনে নিই যেভাবে যত্ন করলে ত্বকের বয়স কমবে-

১. রোজ সানস্ক্রিনের ব্যবহার বয়সের ছাপ কমবে। আর খাবারের তালিকায় রাখুন ভিটামিন সি।

২.

0

টেনশন, অবসাদ, সারাদিনের কাজের চাপে ত্বকে কালচে ছোপ ও হালকা দাগের উপদ্রব। তাই এসব করা যাবে না।

৩. সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। তাই বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন মাখুন।

৪. সপ্তাহে একবার ত্বক পরিষ্কার করুন। চিনিগুঁড়ো আর ক্রিম বা দুধের সর দিয়েও বাড়িতে বানিয়ে নিতে পারেন স্ক্রাব।

৫. মৌসুমি ফল, শাকসবজি ছাড়াও ডায়েটে থাক ভিটামিন এ, ই আর সি। জাঙ্ক ও মিষ্টি খাবার এড়িয়ে চলুন।

৬. ধূমপান করবেন না। বিষাক্ত ধোঁয়ায় শরীরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ত্বকও।

৭. তারুণ্য ধরে রাখতে প্রতিদিন প্রচুর পানি পান করুন। ইউরিনের সঙ্গে বের হয়ে যাবে শরীরে জমে থাকা দূষণ। আর ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

তথ্যসূত্র: এনডিটিভি

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 4,051
Helim Hasan Akash
0