iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

জায়রাকে যৌন হেনস্থাকারীর ৩ বছরের জেল

In হিন্দি সিনেমা - 16th Jan 20 at 11:10 AM - Views : 25
জায়রাকে যৌন হেনস্থাকারীর ৩ বছরের জেল

বলিউড অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন কাশ্মীরি অভিনেত্রী জায়রা ওয়াসিম। \\\'দাঙ্গাল\\\', \\\'সিক্রেট সুপারস্টার\\\' এর পর \\\'দ্য স্কাই ইজ পিঙ্ক\\\' ছবিটি করেছিলেন জায়রা। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জায়রা বলিউডকে বিদায় জানিয়ে দেন। দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন না জায়রা। স্পষ্টবাদী এ নায়িকা বিকাশ সাচদেব নামের এক ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। সম্প্রতি বিকাশের সাজা হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই। যৌন

0

হয়রানির শিকার হওয়ার সময় জায়রার বয়স ছিল ১৭ বছর। ভারতের শিশুদের যৌন হয়রানি থেকে বিশেষ সুরক্ষা আদালত অভিযুক্ত বিকাশের ৩ বছরের জেল দিয়েছে।

২০১৭ সালের ডিসেম্বরে দিল্লি থেকে মুম্বাই ফেরার পথে ওই অপ্রীতিকর ঘটনা ঘটে জায়রার সাথে। সেসময় ইনস্টাগ্রামে একটি ভিডিওতে সে বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানান জায়রা। বিমানে জায়রা ঘুমানোর চেষ্টা করছিলেন। পেছন থেকে বিকাশ বারবার তার শরীর স্পর্শ করছিল। সেসময় বিমানের কোনো কর্মচারীও জায়রার সাহায্যে তার পাশে এসে দাঁড়াননি।

বিডি প্রতিদিন/ফারজানা

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,881
Helim Hasan Akash
0