iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

আবারো ইনজুরিতে তামিম; অনিশ্চিত পাকিস্তান সফর

In ক্রিকেট দুনিয়া - 17th Jan 20 at 12:10 AM - Views : 19
আবারো ইনজুরিতে তামিম; অনিশ্চিত পাকিস্তান সফর

২৪ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজ। তবে এই সিরিজের আগে শোনা গেল এক দুৃ:সংবাদ৷ বিপিএল চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন তামিম ইকবাল। তাই তার পাকিস্তান সিরিজে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

তবে বিসিবির চিকিৎসক ও ফিজিও আশা করছেন পাকিস্তান সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল। আজ বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি তামিমের ইনজুরির ব্যাপারে জানিয়েছেন,

‘তামিমের একটা সফট টিস্যু

0

ইনজুরি আছে জয়েনের ডানদিকে। ট্রিটমেন্ট চলছে, আজকে থেকে আমাদের ফিজিও জুলিয়ানের তত্বাবধানে আছে। বিপিএল চলাকালীন সময়ে হয়েছে এটা। যখন সে অসুস্থ ছিল। খেলা চালানোর জন্য ঠিকঠাক ছিল, এখন একটু বেড়ে গেছে।’

আপাতত তামিমের ট্রিটমেন্ট চলছে। কিন্তু বিসিবির চিকিৎসক বলতে পারলেন না তামিমের সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে।

‘জানানো হয়েছে, ট্রিটমেন্ট চলছিল, খেলছিলও। এখন খেলা না থাকায় আমরা ট্রিটমেন্টে গেলাম। বলা কঠিন কতদিন লাগতে পারে। তবে স্ক্যান করেছি ওখানে কোন সমস্যা নাই। আশা করছি সমস্যা হবেনা।’

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 4,004
Helim Hasan Akash
0