ভালবাসা কি ? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি ? নদীর স্রোতে ভাসমান কোনো ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোনো সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা?