চোখ খুলে দেখ দিগন্ত তোমায় ডাকছে।পাখিরা আপন সুরে গান গাইছে। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখ, কেউ তোমায় গুড মর্নিং বলছে। গুড মর্নিং।