উত্তপ্ত মরুর বুকে অবিশ্রাম হেঁটেও তুমি হবেনা ক্লান্ত, দাঁড়াবে ক্ষনিকের তরে,যদি আশা হয় প্রখর, সংকল্প হয় দৃঢ়....তবে পড়িতে পারো মরীচিকার ছলে... ভয় নেই এথেকেও পরিত্রাণ পাইবে সুদৃঢ় মনোবলে.....!!