যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন, তৃতীয় মহাযুদ্ধ বাধে, যদি কমে যায় কভু আলো আকাশের ঐ চাদে, তবুও তুমি আমার, শুধু আমার।