61)
বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে?
miss you……
62)
বন্ধু যদি হও ,মেঘ এর মত, দুরে যেতে দিব না তো,
বন্ধু যদি হও ,পাখির মতো , উড়ে যেতে দিবো না তো,
কি করে বোঝাবো তোমায় Miss করছি কতো ।
63)
কখনো জানতে চাওনী কেমন আছি,
দুরে থাকি বলে ভাবছ ভুলেই গেছি,
ভাবছ আমি অন্য কাওকে নিয়ে ভাবি,
সবি যদি বুঝ তাহলে কেন বুঝনা
আমি তোমায় কতটা মিস করি.