ঋতু কালিন এসএমএস
61)
মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস।
বৃষ্টি ভেজা গা, পানিতে ভেজা পা।
বৃষ্টি থামেনা- চারদিকে জল, পা সামলে চল।
62)
একটি কবিতা, একটি পলাশ, একটি কোকিল,
তুমি আর আমি, সব মিলিয়ে আজ "বসন্ত"।
63)
কোনো এক বর্ষার দুপুর বেলায়,
যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়,
সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা কদম ফুল নিয়ে,
তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলব ভুলিনি তোমাকে।
64)
শেষ হলো বর্ষার দিন,
সামনে আসিতেছে শীতের দিন।
কাপতে হবে টিন টিনা টিন টিন।
আগে থেকেই প্রস্তুতি নিন।
শীতের জামা কাপড় কিনে নিন।
65)
বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে?
0
66)
আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী।
আজ নাকি সারাদিন রোদের সাথে আরি।
রোদটাও খুব অভিমানী উঠতে নাহি চায়,
এই সুযোগে বৃষ্টি নাকি দারুন মজা পায়।
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0