শুভ সকাল এসএমএস
121)
তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে।
সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে।
দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত।
তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত।
122)
রাতের আধার পালিয়ে গেল সূর্য মামার ভয়ে।
পাখি গুলো গান গাইল তুমি উঠবে বলে।
আকাশ ভরা রুপালি আলো।
আজকের সকালটা তোমার কাটুক ভাল।
"শুভ সকাল"
123)
সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা।
সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা।
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা।
সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা।
শুভ সকাল।
124)
নতুন ভোর, নতুন আশা,
নতুন রোদ, নতুন আলো,
মিষ্টি হাসি, দুষ্ট চোখ,
স্বপ্ন গুলো পূরণ হোক,
আকাশে সুর্য, নিচ্ছে আলো,
দিনটি তোমার কাটুক ভাল।
শুভ প্রভাত।
125)
ফুল হয়ে যদি থাক আমার বাগানে,
যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল,
রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।
0
126)
আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে,
হিম-হিম শীতে শরীরটা কাপছে।
রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে।
কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে।
গুড মর্নিং।
127)
সুখের জন্য “স্বপ্ন”,
দুখের জন্য “হাসি”,
দিনের জন্য “আলো”,
চাঁদের জন্য “নিশি”,
মনের জন্য “আশা”,
তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”.......
--শুভ সকাল--
128)
নতুন দিন শুরু হল,
মনটা আমার ভালো হলো।
সূর্য মামা উঁকি দিল,
পাখিরা সব উড়ে গেল।
মা আমাকে বকা দিল,
তাইতো আমার ঘুম ভাংলো ।
-শুপ্রভাত-
129)
চোখটা একটু খুলে দেখ,
বলছি তোমায় ভাল থেকো ।
সূর্য মামার মিষ্টি হাসি,
ফুল ফুটেছে রাশি রাশি।
শুভ হোক আজ্কের দিন,
বলছি তোমায় গুড মর্নিং।
130)
শুনে যাও ভোরের পাখি,
একটা কথা বলে রাখি,
আছে এক বন্ধু আমার,
মনে পড়ে সকাল বিকাল,
কিভাবে যে কাটল রাত,
জানাই তাকে "সুপ্রভাত"।
131)
আমি কল্পনায় ভাসি তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারাই তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে।
তাইতো তোমায় আমি জানাই শুভ সকাল।
0
132)
মৃদু হাওয়া, শীতল পরিবেশ চিক চিক করে শিশির,
পাখির কলতানে চারিদিক মাতআরা।
শুধু তুমি নেই পাশে বন্ধু আমার।
"শুভ সকাল"
133)
সূর্য মামার কিরণে
আঁধার গেল পালিয়ে।
ভোরের শিশির ফোটায়,
ফুল উঠল জেগে।
ওঠ তুমি মেল আঁখি।
সকাল তোমার নিকটবর্তী।
অতীত কে পিছনে ফেলে
সাজাও তোমার সকাল খানি।
"শুভ সকাল"
134)
কেয়া হয়ে যদি থাক আমার বাগানে।
যত্ন করে রাখব তোমায় আমারি মনে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল।
রোজ সকালে বলব তোমায় ,
"শুভ সকাল"
135)
রাতে জোসনা, দিনে আলো,
কেন তোমায় লাগে ভালো?
গোলাপ লাল, কোকিল কালো,
সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা,
সবার চাইতে তুমি আলাদা।
“শুভ সকাল”
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0