প্রিয় বন্ধু এসএমএস
61)
কে গো তুমি নাম কি গো তোমার,
তুমি কী পাগল না পাগলি,
পর কী শার্ট না শাড়ি,
মুখে কী মেকাপ না দাড়ি,
হাতে কি ব্যাসলেট না ঘড়ি,
তুমি কি নর না নারী,
তুমি কি জিন না পরি,
আমি কি তোমার বন্ধু হতে পারি?
62)
হারিয়ে যাব একদিন আকাশের এককোণে,
পাবেনা আমায় সেদিন খুঁজবে সব খানে,
হাসবো সেদিন ভাসবো তোমার চোখের জ্বলে,
সেদিন বুঝবে বন্ধু কাকে বলে ?
63)
যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে
সুখের সময় কাছে থাকে
সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা।
বরং যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে
সেই তোমার প্রকৃত বন্ধু।
64)
নয়ন জলে ভাসিয়ে দুচোখ কাঁদছো কেনো তুমি-
এই দেখো তোমার পাশে দাড়িয়ে আছি আমি-
তোমার চোখের এক ফোটা জল পড়বে নাকো নিচে-
যতো দিন আমি বন্ধু আছি তোমার পাশে ||
65)
একদিন হয়তো চলে যাবো পূথিবীর শেষ সিমানায়,
সে দিন ও দেখবে তুমি আছি তোমার কিনারাই,
স্রিতি হয়তো বলবে কথা, বলব নাক আমি,
পারলে দিয় মনে একটু জায়গা যেথাই থাকব আমি।
বন্ধু বল আমায় মনে রাখবে কি তুমি?
0
66)
বন্ধু বলে ডাকো যারে,
সে কি তোমায় ভুলতে পারে,
যেমন ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে ।
67)
সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে।
কারণ, সত্যিকারের বন্ধু সুখে -দুখে ছায়ার মতোই পাশে থাকে।
68)
দিন যদি হারিয়ে যায়, দিগন্তের কাছে।
ফুল যদি ঝরে যায়, বেলার শেষে।
রাত যদি হারিয়ে যায়, তারার দেশে,
জেনে রেখো, আমি বন্ধু থেকে যাবো তোমার পাশে।
69)
হয়তো সময় যাবে থেমে,
হয়তো সুর্য যাবে ডুবে,
হয়তো কেউ রবে না পাশে,
ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি
তোমার বন্ধুর দেখা।
70)
আকাশ দেখেছি,, নদী দেখেছি,, দেখেছি অনেক তারা..
দেখেনি আজ ও ফেসবুকে আমার আসল বন্ধু কারা...!!
71)
নদীর পারে আমি একা.., নদী চলে আঁকা বাঁকা...
আমি বন্ব্দু বড়ো একা..., এখন ভাবছি তোমার কথা...
তোমার সাথে আমার কিগো.., কখনো হবেনা দেখা ?
0
72)
ভালো একজন বন্ধু যতোই ভুল করুক ,
তাকে কখন্ও ভুলে যেও না।
কারন, পানি যতোই ময়লা হোক,
আগুন নিভাতে সেই পানিই
সবচেয়ে বেশি কাজে লাগে।
73)
""ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে,
""স্বপ্ন তৈরী হয়, কল্পনা থেকে "
"অনুভব তৈরী হয় অনুভূতি থেকে, "
"আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে।
74)
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খঁাটি বন্ধুত্ব,
যদি বন্ধু ভালো হয়- তাহলে সেখানে,
অশ্রুর কোনো ঠাই নেই।।
75)
তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না,
তুমি এটা উপার্জন করে নাও।
কেউ যদি সাহায্যের জন্য আসে,
তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0