ঈদ মোবারাক এসএমএস
1)
শুভ রজনী, শুভ দিন,রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
2)
ঈদ" মানে খুশী' গরুর গলায় রশী' শীতের শর্দি কাসি'
আবার হুজুরের মুখে হাসি'
তবুও ঈদ" ভালোবাসি'
তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে
এবার আমি আসি!
3)
মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি কিছুদিন,
কাপড় চোপড় কিনে নিন,
গরিব দুঃখির খবর নিন,
দাওয়াত রইল ঈঁদের দিন.
*) “ঈদ মোবারক” (*
4)
ভোর হলো দুর খোল, চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে।
নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে .
ঈদ চলে এল সবার দুয়ারে।
শুভেচ্ছা রয়লো সবাইকে .
ঈদ মোবারক ঈদ মোবারক।
5)
আজ খুশির বাধ বেঙেছে ।
উঠছে ঈদের চাদ ।
ঘুম নাইরে ঘুম নাইরে আজ সারা রাত ।
গাছে গাছে নতুন কলি ফুটবে এবার ফুল ।
সবার জন্য রইল আমার ঈদের আমন্ত্রন ।
ঈদ মোবারক
0
6)
রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে |
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে |
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক |
"ঈদ মোবারক"
7)
ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস
তোমাকে ঈদের শুভেচছা জানায়।
"ঈদ মোবারাক"
8)
যে দিন দেখবো ঈদ এর চাঁদ ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনোন্দে কাটাবো সারা দিন!
*) "ঈদ মোবারক” (*
9)
আজকে খুশির বাধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ,
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে,
সেই দিন আর নয় বেশি দুর,
রমযান শেষ হলে কাটবে অপেখখার ঘোর,,,
"ঈদ মোবারক”
10)
আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে, “ঈদ মোবারক”
11)
রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
"ঈদ মোবারাক
0
12)
লাল শাড়ি পরে,, হাতে চুড়ি দিয়ে..
ঘুরবে যখন রিক্সায়,, পাশে কিন্তুু নিও আমায়..!!
ঈদ মোবারক
13)
কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
14)
আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,
ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।
পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে।
ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।
ঈদ মোবারক।
15)
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0