কষ্টের এসএমএস
1)
একটা আকাশ হেরে গেলো হারিয়ে তার মন..
অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন..
তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়,,
নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়..!!
2)
আজ না খুবএকা একা লাগছে চোখের
সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া
যায় না কেন এমন হয় বলোতো !
ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে!
তোমাকে ছাড়াযে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়!
3)
ভেবে ছিলাম তুমি কতো আপন !!
ভেবেছি পাশে থাকবে সারা জীবন !!
কেন তুমি ভাঙলে এমন ??....
ভাবিনি কখনো করবে এমন ...
তারপরও তুমি আমার জীবন .
4)
আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি,,
তারপরও আমি তোমাকেই ভালবাসি..!!
5)
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
0
6)
কষ্ট বুকে চেপে একলা থাকি,,
কান্নার নোনাজল অধরে মাখি,,
লাভ কি বৃথা মনে কষ্ট চেপে,,
আয় না ফিরে তুই আমারি বুকে..!!
7)
আকাশ অনেক বড়...... তবুও সে কাঁদে!!
আর আমি?? তার তুলনায় কত্ত ছোট.?.. আমি ও কাঁদি!!
কিন্তু আকাশের মত কাউকে সিক্ত করতে পারি না,
পারিনা র্বষার মত অবিরাম ঝরতে,
মেঘের মত কাউকে আগলে রাখতে,
না পারি তোমার বিরহে পাশে থাকতে!!
8)
কেউ জীবন থেকে চলে গেলে,
জীবন থেমে থাকে না.. :
কিন্তু তার রেখে যাওয়া স্নৃতি আর স্বপ্ন গুলো
জীবন কে বিষন্ন করে তুলে....!!
9)
জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়…
জানি না কি ভূল ছিল আমার ভাবনায়…
তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়…
10)
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি......
পেরোতে চাই না একা .....
এই পথের নাম পাবে নিজের দাম .....
তুমি একবার দিলে দেখা
11)
যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি।
তোমার এক ফোটা অস্রুর কারন হব আমি।
তবে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে,
শুধু দুর থেকে ভালোবাসতে যেতাম তোমায়
0
12)
জীবনের কষ্ট গুলো যদি বেঁধে রাখা যেত ,,,
তবে তা যত্ন করে বেঁধে রাখাতাম ,,
কারন, কোন একসময় যদি ফিরে আসো,,,,
তাহলে দেখাতাম ,,,
তুমি চলে যাওয়া তে কতটা কষ্টে ছিলাম আমি ,,
13)
চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি,,
কারন কি জানেন??
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও
একমাত্র চোখের পানিই বুঝাতে পারে
কাউকে হারানোর কষ্ট...!!
14)
একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা
পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া;
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি
তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার।
15)
আমার নিভে যাওয়া প্রদীপ তুমি পারবে কি জ্বালাতে ---!
আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি দেখাতে ---!
আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে --!
ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে কি গড়তে ---!
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0