ইসলামিক এসএমএস
1)
কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন
তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়।
ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে,
আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!
2)
মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে,
____ জাহান্নাম থেকে নয়
অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে
বাঁচতে পারে, মৃত্যু থেকে নয় ।
3)
নামাজ সব সমস্যার সমধান।
নামাজ সব রোগের প্রধান ওষুধ।
নামাজ নিজে পড়ুন।।
অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।
নামাজই আপনার আসল ইনকাম।
নামাজ বেহেস্তের চাবি।
4)
সম্পদ বলে - আমাকে উপার্জন করো,
বাকী সব কিছু ভুলে যাও
সময় বলে - আমাকে অনুসরন করো,
বাকী সব কিছু ভুলে যাও
ভবিষ্যত বলে - আমার জন্যসংগ্রাম করো,
বাকী সব কিছু ভুলে যাও
আল্লাহ বলেন- শুধু আমাকে স্বরনকরো,
বাকী সব কিছু আমি দেব।
5)
~মা গো আমি শিক্ষবো না আর হাট্টিমা টিম টিম~
~কোরআন থেকে শিক্ষবো আমি আলিফ লাম মিম~
~একটি করে অক্ষরেতে দশটি করে নেকী~
~চলো সবাই আজ থেকে কোরআন হাদিস শিখি~
0
6)
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর,
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।"
7)
মৃত্যু কি তোমার প্রতিশ্রুত সময় নয় ?
সুতরাং তোমার কি প্রস্তুতি রয়েছে !
চুলের শুভ্রতা কি তোমাকে ভীতি প্রদশন করেনি ?
সুতরাং তোমার কি অজুহাত রয়েছে !
কবরে কি তোমার শয্যা হবেনা ?
তখন তোমার কি বক্তব্য থাকবে !
আল্লাহর কাছে কি তোমার প্রত্যাবতন হবেনা ?
তখন তোমার সাহায্যকারী কে হবে !
8)
আসছে একটা রাত
নাম তার শবেবরাত ।
তুলব আমরা দু হাত।
করব আমরা মোনাজাত।
আল্লাহ করবে গুনা মাফ।
তোমাদেৱ রইল দাওয়াত।
পালন করব শবেবরাত ।"
9)
শুভ রজনী, শুভ দিন রাখো রোযা ৩০দিন,
১১মাসের পাপ ১ মাসে করো ছাপ,
দিন যায় দিন আসে রোযা পাবেনা প্রতি মাসে...
তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো?
সবাইকে জানাই {পবিত্র রমজান মোবারক}
10)
"১,২,৩ আসছে রোজার দিন ।
৪,৫,৬ রোজা রাখতে কিসের ভয় ।
৭,৮,৯ খারাপ কাজ আর নয় ।
১০,১১,১২ পাঁচ ওয়াক্ত নামাজ পড় ।
11)
আলিম হব, জাহিল থাকবনা।
দাড়ি রাখব, মিছা কথা বলব না।
মিছামিছি হাসবনা, ঈমান ঠিক রাখব।
মসজিদ আবাদ করব, জলে উঠুন ঈমানি শক্তিতে।
0
12)
নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু,,
নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু,,
নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো,,
মনের মতো সময় মতো নামাজ রোজা করো,,
পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা,,
তা না হলে পরকালে পেতে হবে সাজা,,
বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা.
13)
মুসলিম আমার নাম !
কুরআন আমার জান !
নামাজ আমার গাড়ি !
জান্নাত আমার বাড়ী !
আল্লাহ্ আমার রব !
নবী আমার সব !
ইসলাম আমার ধর্ম!
এবাদত আমার কর্ম!
14)
জীবন সাজাই নামায দিয়ে,
মন সাজাই ঈমান দিয়ে,
শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে,
আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!
জুম্মা মোবারাক।
15)
নতুন আশা, নতুন দিন,
আজকে হল জুমার দিন।
লাগছে ভাল ছাড়বো ঘর,
মসজিদে যাবো ১২ টার পর।
আকাশে সূর্য দিচ্ছে আলো,
জুমার নামায পরতে লাগবে ভালো।
{>সকলকে জুম্মা মোবারক<}
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0