iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

Popular Sms

মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো,
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা ,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা ।

Like (205) - Dislike (5) - Send This

একটি প্রকৃত ভালবাসা হতে পারে
দৈহিক অথবা ঐশ্বরিক।
সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা
শাশ্বত ও অধিক শান্তিপূর্ন।

Like (150) - Dislike (6) - Send This

আপনার ব্যাপারে ৬টি বিষয়জেনে নিন।

»» তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি তুমি আমি তুমি তুমি তুমি: :

১। আপনি এত অলস যে সব তুমি পড়েন নি

২। আমি ওখানে একটা আমি লিখেছি তা আপনি খেয়াল করেন নি।

৩।আপনি এখন সব তুমি গুলো ভালো ভাবে পরে নিছেন।

Like (144) - Dislike (3) - Send This
0

আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই,
হায় হৃদয়ের ঋন শুধু হৃদয়ে বাড়াই ,
মনে কি পরে না স্মৃতির ফুল তোলা,
সোনালী সুতোয় বোনা হারানো সে দিন,
মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি,
মনে কি পরে না,মনে কি পরে না......

Like (41) - Dislike (29) - Send This

Har kamyabi pe apka nam hoga,
Apke har kadam pe duniya ka salam hoga,
Mushkilo ka samna himmat se karna,
Dua hai ek din waqt bhi apka gulam hoga.

In Hindi Good Luck Sms By Helim Hasan Akash - Copy This
Length: 166 - Tue, 18 Oct 16
Like (36) - Dislike (20) - Send This

Sara Dine Onek K Dekhte Pai,

Kinto Rat E sodhu Tomai Dekhte Chai.

--Shuvo Ratri--

In Bangla Good Night Sms By Helim Hasan Akash - Copy This
Length: 111 - Fri, 14 Oct 16
Like (32) - Dislike (17) - Send This

নিশি অবশান প্রায় ,
ঐ পুরাতন বর্ষ হয় গত ।
আমি আজি ধূলিতলে ,
জীর্ন জীবন করিলাম নত ।
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত,
খমা কর আজিকের মত।
পুরাতন বছর সাথে ,
পুরাতন অপরাধ যত ।
হর্দম হৈ হৈ,
বৈ এল ঐ,
কলার পাতায় ইলিশ পান্তা ,
ঈসান কোনে মেঘের বার্তা ।
শুভ নববর্ষ

Like (29) - Dislike (7) - Send This
0

তোমার দেওয়া ভালোবাসার কারণে আমার
জীবন থমকে দাড়িয়েছে____
এমন তো কথা ছিলো না তবে কেনো
তুমি আমার সাথে এমন করলে?
জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না
____ তবু ও বলবো ভালো থেকো_

Like (29) - Dislike (16) - Send This

প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা,
তোমার জন্য আমার এতো ব্যাকুলতা।
হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে।
মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে।
কেনো থাকো আমায় ছেঁড়ে দূরে দূরে,
আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে।
তুমি হীনা নিঃশ্ব লাগে নিজেকে।
শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।

___মিস ইউ___

Like (29) - Dislike (26) - Send This

সাঁজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে,
তুমি কি রাগ করেছো গোলাপ দেয়নি বলে,
তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি,
তাইতো তোমায় সব সময় মিস করি আমি.

Like (29) - Dislike (27) - Send This

Rahmaton ki hai yeh raat, Namazon ka rakhna sath, Manwa laina rab say her bat, Duaon main rakhna yaad, Mubarak ho aap ko, Shab-e-barat

In Hindi Islamic Sms By Helim Hasan Akash - Copy This
Length: 134 - Tue, 18 Oct 16
Like (29) - Dislike (15) - Send This
0

ফুল তো বাগানের তবে হাতে কেনো?
চাঁদ তো আকাশে তবে জলে কেনো?
জল তো সাগরে, তবে চোখে কেনো?
মন তো আমার তবে বার বার
তোমাকে মনে পরে কেনো ?

Like (28) - Dislike (27) - Send This

মন ভালো নেই, বারে বারে মনে হয় তুমি কাছে নেই,
কেন কাটেনা সময়, সাতটি রঙে তোমাকে খুঁজে বেরাই।
বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমান হই।
রাত কাটে নিরঘুম, আমি নিশচুপ,নিঃশব্দ ভেবে যাই।
কাছে চাই তোমায় এতোটাই।

"-- মনে পরে তোমায় --"

Like (28) - Dislike (27) - Send This

একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি ¤
কল্পনাতে শুধু তারি ছবি আঁকি ¤
বর্ষার কাব্য লাগেনা যে ভালো ¤

কেন বার বার তোমাকে মনে পড়ে বলো¤

Like (28) - Dislike (27) - Send This

মনে রাখব তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাক যতদিন.
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতি ঘর,
যদিও তুমি হয়ে গেছ আমার পর,
তবুও মিস করব তোমায় জীবন ভর.

Like (28) - Dislike (26) - Send This
0
0