![]() | Login | Sign Up |
মন ভালো নেই, বারে বারে মনে হয় তুমি কাছে নেই,
কেন কাটেনা সময়, সাতটি রঙে তোমাকে খুঁজে বেরাই।
বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমান হই।
রাত কাটে নিরঘুম, আমি নিশচুপ,নিঃশব্দ ভেবে যাই।
কাছে চাই তোমায় এতোটাই।
"-- মনে পরে তোমায় --"
একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি ¤
কল্পনাতে শুধু তারি ছবি আঁকি ¤
বর্ষার কাব্য লাগেনা যে ভালো ¤
কেন বার বার তোমাকে মনে পড়ে বলো¤
মনে রাখব তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাক যতদিন.
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতি ঘর,
যদিও তুমি হয়ে গেছ আমার পর,
তবুও মিস করব তোমায় জীবন ভর.
তুমি কি অনুভব করতে পারো
আমার হৃদয় ভাঙ্গার বেদনা?
তুমি কি শুনতে পাও আমার সপ্ন ভাঙ্গার কান্না?
যদি তুমি আমাকে বুঝতে তবে
আমাকে একা ফেলে চলে যেতে না
I Miss U_____
গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে,
মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে,
তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে.
'I miss you"
এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে,
এখন ও তোমার সেই আসন আমার হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি,
লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি.....
___আই মিসস ইউ___
যখন তোমাকে খুব মিস করি,,
তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি..
জানি সেখানে তোমাকে দেখব না..
কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,,
দুজনে এক আকাশের নিচেই তো আছি....
"-- মনে পরে তোমায় --"
Gache Gache Notun Pata, Ful Futche Besh. Shob Pakhir Mon Kharap Shiter Holo Shes. Notun Rupe, Notun Shajhe Nivabe Moner Agun. Taito Aj Prokriti Jure Boshonter Fagun.
Wishing sweetest night to sweet natured person. May u sleep n fall from bed tonight, Then u will remember that u forgot 2 wish me Good Night
When the day turns into night, keep your worries out of sight, no matter how tough the world may seem, you still deserve the sweetest dream..... GOOD NIGHT
হৃদযের সীমানায় রেখেছি যারে,
হয়নি বলা আজো ভালবাসি তারে।
ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি।
কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
স্বপ্ন দেখার প্রহর শেষে,
ফিরল পরি ঘুমের দেশে।
কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয়
নতুন স্বপ্ন লেখা।
-শুপ্রভাত-
সকাল বেলার সোনালী আঁলো, আজ মনটা অনেক ভালো, কিচির মিচির ডাকছে পাখিঁ, খুলে দেখো দুটি আঁখি, শুভ হোক আজকের দিন, জানাই তোমায় GooD MorninG.
তোমায় দেখেছি ফাগুনেরো সাজে,
তোমায় দেখেছি স্বপ্ন মাঝে। পুকুর পাড়ে,
ঝিলের ধারে, দেখেছি তোমার ২টা লম্বা ঠ্যাং,
তুমি যে আমার প্রিয়কোলা ব্যাং।
তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়,
কেন চলে গেলে আমাকে ছেড়ে,
তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি,
কিন্তু তোমাকে ভুলতে পারি নাই... I miss u