![]() | Login | Sign Up |
বঙ্গবন্ধু বিপিএলে বিদেশিদের তুলনায় রান উৎসবে মেতেছেন দেশি ব্যাটসম্যানরা। যেখানে এখন পর্যন্ত এক আসরে দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান তামিম ইকবালের। যেটাকে টপকানোর দারপ্রান্তে মুশফিকুর রহিম।
২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে ৪৭৬ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। যেখানে এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল।
কিন্তু আগামীকাল (১৭ জানুয়ারি) সে রেকর্ড ভাঙ্গতে পারবেন মুশফিকুর
রহিম। ফাইনালে নামার আগে তার সংগ্রহ ৪৭০ রান। যেখানে ৭ রান করতে পারলে দেশিদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নাম উঠে যাবে মিঃ ডিপেন্ডেবল’রের।
এছাড়া বিপিএলের এক আসরে দেশি-বিদেশি মিলিয়ে সর্বোচ্চ রানের তালিকায় আছেন গতবছর রংপুরের হয়ে খেলা রাইলি রুশো। যেখানে মাত্র ১৪ ম্যাচে করেন ৫৫৮ রান। এবার খুলনার হয়ে খেলা এই আফ্রিকান আছেনও ছন্দে যেখানে মুশফিকের পরে দ্বিতীয় অবস্থানে থেকে তার সংগ্রহ ৪৫৮ রান।
সর্বশেষ পাঠকের মন্তব্য