![]() | Login | Sign Up |
যশোরের অভয়নগরে ব্যবসায়ীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটানায় নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বিল্লাল আহম্মেদ বাবুসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভয়নগর থানায় এ মামলা দায়ের করেন ব্যবসায়ী শামীম সরদার।
উপজেলার নওয়াপাড়া গ্রামের সবুজবাগ এলাকার আইয়ুব আলী সরদারের ছেলে ব্যবসায়ী শামীম সরদার কালের কণ্ঠকে বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বিল্লাল আহম্মেদ বাবুর
সাথে আমার বিরোধ চলে আসছে। বুধবার রাতে নওয়াপাড়া বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স চুয়াডাঙ্গা ট্রেডার্স থেকে বাড়ি ফিরছিলাম। বাড়ির কাছে পোঁছলে বিল্লাল তার দুই সহযোগী রকি ও আসাদকে নিয়ে আমাকে দাড় করায় এবং বলে ওই জমি ছেড়ে চলে যেতে হবে। অন্যথায় বিপদ হবে।
পরে মধ্যরাতে বিল্লাল আমার মোবাইলে ফোন করে আবারও ওই জমি ছেড়ে দেওয়ার জন্য ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। এরই ১০-১৫ মিনিটের ব্যবধানে বাড়ির উঠানে পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় পরিবারের কেউ বাইরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
নিজে ও নিজের পরিবার বাঁচাতে বৃহস্পতিবার রাতে অভয়নগর থানায় আমি নিজে বাদী হয়ে বিল্লাল আহম্মেদ বাবু, রকি ও আসাদের নামে মামলা করেছি।
অভিযুক্ত যুবলীগ নেতা বিল্লাল আহম্মেদ বাবু বলেন, ব্যবসায়ী শামীম সরদার নিজেই বোমার বিস্ফোরণ ঘটিয়ে নাটক সাজিয়েছে। আমার ক্রয়কৃত জমি সে জবর দখল করে রেখেছে।
অভয়নগর উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেন জানান, শুক্রবার বিল্লাল আহম্মেদ বাবুর বিষয়ে দলীয় কার্যালয়ে জরুরি সভার আহ্বান করা হয়েছে। সভার মধ্যদিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল জাতীয় বিস্ফোরক দ্রব্যের আলামত উদ্ধার করা হয়েছে। রাতে ব্যবসায়ী শামীম সরদার বাদী হয়ে বিল্লাল আহম্মেদ বাবুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি আটকে পুলিশি অভিযান চলছে।
সর্বশেষ পাঠকের মন্তব্য