iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

পাওয়ার প্লেতে ৮৪ রান, তারপর অবিশ্বাস্য ৭ রানে ৭ উইকেট!

In ক্রিকেট দুনিয়া - 20th Jan 20 at 08:06 AM - Views : 17
পাওয়ার প্লেতে ৮৪ রান, তারপর অবিশ্বাস্য ৭ রানে ৭ উইকেট!

অস্ট্রেলিয়ার বিগব্যাশে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় বিনা উইকেটে ৮৪ রান। ব্রিসবেন হিটের জন্য তখন জয়টা মনে হচ্ছিল শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মাত্র ৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে ৪৪ রানে হেরে গেছে তারা!

গতকাল রোববার বিগ ব্যাশে গ্যাবায় ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে মেলবোর্ন রেনেগেডসের মুখোমুখি হয়েছিল স্বাগতিক ব্রিসবেন হিট।



মেলবোর্নের ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ব্রিসবেনের

0

দুই ওপেনার স্যাম হিজলেট ও ক্রিস লিন পাওয়ার-প্লের ৬ ওভারেই তুলে ফেলেছিলেন ৮৪ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে লিনের (১৫ বলে ৪১) বিদায়ে ভাঙে জুটি।

পরের ওভারে পরপর দুই বলে ফিরে যান এবি ডি ভিলিয়ার্স ও ম্যাট রেনশো। বিনা উইকেটে ৮৪ থেকে ব্রিসবেনের স্কোর তখন ৩ উইকেটে ৮৬, ২ রানে নেই ৩ উইকেট!

১৩তম ওভারে হিজলেটের (৫৬) বিদায়ে নামে আরও বড় ধস। ৩ উইকেটে ১১৩ থেকে ১২০ রানেই অলআউট হয়ে যায় ব্রিসবেন। ৭ রানে হারায় শেষ ৭ উইকেট!

বিনা উইকেটে ৮৪ থেকে ১২০ রানে অলআউট, ৩৬ রানে পড়েছে ১০ উইকেট। বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বাজে ব্যাটিং ধস এটিই। ১৫ রানে ৪ উইকেট নিয়ে মেলবোর্নের দুর্দান্ত প্রত্যাবর্তনের নায়ক ক্যামেরন বয়েস।

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 4,095
Helim Hasan Akash
0