![]() | Login | Sign Up |
অস্ট্রেলিয়ার বিগব্যাশে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় বিনা উইকেটে ৮৪ রান। ব্রিসবেন হিটের জন্য তখন জয়টা মনে হচ্ছিল শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মাত্র ৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে ৪৪ রানে হেরে গেছে তারা!
গতকাল রোববার বিগ ব্যাশে গ্যাবায় ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে মেলবোর্ন রেনেগেডসের মুখোমুখি হয়েছিল স্বাগতিক ব্রিসবেন হিট।
মেলবোর্নের ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ব্রিসবেনের
দুই ওপেনার স্যাম হিজলেট ও ক্রিস লিন পাওয়ার-প্লের ৬ ওভারেই তুলে ফেলেছিলেন ৮৪ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে লিনের (১৫ বলে ৪১) বিদায়ে ভাঙে জুটি।
পরের ওভারে পরপর দুই বলে ফিরে যান এবি ডি ভিলিয়ার্স ও ম্যাট রেনশো। বিনা উইকেটে ৮৪ থেকে ব্রিসবেনের স্কোর তখন ৩ উইকেটে ৮৬, ২ রানে নেই ৩ উইকেট!
১৩তম ওভারে হিজলেটের (৫৬) বিদায়ে নামে আরও বড় ধস। ৩ উইকেটে ১১৩ থেকে ১২০ রানেই অলআউট হয়ে যায় ব্রিসবেন। ৭ রানে হারায় শেষ ৭ উইকেট!
বিনা উইকেটে ৮৪ থেকে ১২০ রানে অলআউট, ৩৬ রানে পড়েছে ১০ উইকেট। বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বাজে ব্যাটিং ধস এটিই। ১৫ রানে ৪ উইকেট নিয়ে মেলবোর্নের দুর্দান্ত প্রত্যাবর্তনের নায়ক ক্যামেরন বয়েস।
সর্বশেষ পাঠকের মন্তব্য