![]() | Login | Sign Up |
লাল্টু পরীক্ষায় ফেল করেছে। রিপোর্ট কার্ডে সব লাল কালির চিহ্ন। লাল্টুকে এখন তার বাবার কাছ থেকে স্বাক্ষর নিতে হবে। এমন সময় বিদ্যুৎ চলে গেল-
লাল্টু: বাবা, তুমি অন্ধকারে লিখতে পারো? সে দক্ষতা তোমার আছে?
বাবা: আছে তো! এটা কোন ব্যাপার হলো? কী লিখতে হবে বল।
লাল্টু: বেশি কিছু না বাবা। শুধু আমার স্কুলের রিপোর্ট কার্ডে একটি স্বাক্ষর দিলেই হবে।
সর্বশেষ পাঠকের মন্তব্য