![]() | Login | Sign Up |
ববি : মা, তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে কেন?
মা : তোকে আবার মিথ্যা কথা বলতে যাবো কেন?
ববি : তুমি গতকালই তো বলেছিলে আমার ছোট বোনটা নাকি পরী?
মা : হ্যা, ঠিকই তো! ও তো পরীই!
ববি : তাহলে আমি একটু আগে ওকে ছাদ থেকে নিচে ফেলে দিলাম, ও তখন ডানা মেলে উড়ল না কেন?
সর্বশেষ পাঠকের মন্তব্য