খাবার খেতে খেতে দাদা ও নাতির মধ্যে বয়স নিয়ে কথা হচ্ছে— নাতি: আচ্ছা দাদু, তোমার বয়স কত? দাদা: কুড়ি বছর। নাতি: তোমার চুল পেকে গেছে, নাতি-নাতনি আছে, তবুও তুমি বলছ তোমার কুড়ি বছর! দাদা: আমি যে কুড়ির বেশি গুনতে পারি না।
সর্বশেষ পাঠকের মন্তব্য