iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

তামিম,মাহমুদউল্লাহ, মুস্তাফিজ পাকিস্তানের জন্য বিপদজনকঃ রমিজ রাজা

In ক্রিকেট দুনিয়া - 23rd Jan 20 at 04:22 PM - Views : 47
তামিম,মাহমুদউল্লাহ, মুস্তাফিজ পাকিস্তানের জন্য বিপদজনকঃ রমিজ রাজা

বাংলাদেশ দলের তিন ক্রিকেটার তামিম ইকবাল খান, মাহমুদ উল্লাহ রিয়াদ ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কে পাকিস্তানের জন্য বিপদজনক হতে পারে বলে মনে করিয়ে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ – পাকিস্তান সিরিজ নিয়ে বিশ্লেষণ করার সময় এমন মন্তব্য করেন রমিজ

গতকাল রাতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে লাহোরে

0

শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। দুই দলের হয়ে কারা ভালো পারফর্ম করতে পারেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা দুই দল থেকে তিনজন করে মোট ছয় ক্রিকেটার বেছে নিয়েছেন, যাঁরা টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেন বলে তাঁর ধারণা।



সাম্প্রতিককালে পাকিস্তানের বেশির ভাগ সাবেক ক্রিকেটার ইউটিউবে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিদিনই কেউ না কেউ নিজেদের ইউটিউব চ্যানেলে নানা রকম কথা বলছেন, বিশ্লেষণ করছেন। রমিজ রাজাও ব্যতিক্রম নন। টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ইউটিউবে বাংলাদেশের সম্ভাব্য তিন পারফর্মারকে বেছে নিয়েছেন তিনি। বাংলাদেশ দলের মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে পাকিস্তানের জন্য বিপজ্জনক বলে মনে করছেন রমিজ।

বাংলাদেশের এ তিন ক্রিকেটার নিয়ে ৫৭ বছর বয়সী ধারাভাষ্যকার বলেন -মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদউল্লাহ পাকিস্তানের জন্য ভীষণ কঠিন হয়ে উঠতে পারেন। এ তিন ক্রিকেটারের ওপর আমাদের চোখ রাখতে হবে।”

যেখানে ব্যাক্তিগত ভাবে মোস্তাফিজকে নিয়ে রমিজের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে – ‘মোস্তাফিজের মধ্যে একটা হিসহিস ব্যাপার আছে। সে তরুণ এবং পরিশ্রমী। দুর্দান্ত ওয়ানডে পরিসংখ্যান। পেসেও ভালো বৈচিত্র্য আনতে পারে। গতির কারণে তার সিমের ডেলিভারিগুলোও বেশ ভালো। বাঁ হাতের অ্যাঙ্গেল থেকেও বেশ সাহায্য পেয়ে থাকে। সে একটি পরিপূর্ণ বোলার। তার ফর্ম বাংলাদেশের ভালো করার নিয়ামক হয়ে উঠতে পারে।’

তামিম ইকবাল কে নিয়ে রমিজের ব্যাখ্যা -“তামিম একজন অভিজাত বাঁ হাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ এবং স্পিন খুব ভালো খেলে। আক্রমণের সময় দেখতে দুর্দান্ত লাগে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ। সে সাধারণত দলকে ভালো শুরু এনে দেয়। একবার সেট হয়ে গেলে পাকিস্তানের জন্য সে অনেক সমস্যা তৈরি করবে।’

তাছাড়া রমিজের ব্যাখ্যায় বাংলাদেশ অধিনায়ক মাহমুদ উল্লাহ কে নিয়ে ব্যাখ্যায় তিনি বলেন -“মাহমুদউল্লাহর ফর্ম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব ছাড়াও নিচের দিকে তার ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নেতৃত্বের কারণে অনেক সময় ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হয়। আমার মনে হয় মাহমুদউল্লাহর কাছ থেকে এমন কিছু দেখা যেতে পারে।’

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিন দ্বিতীয় এবং সোমবার গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। - স্পোর্টসজোন২৪

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,886
Helim Hasan Akash
0