রাস্তায় দাঁড়িয়ে এক ছেলে এক মেয়েকে বলল- ছেলে: আই লাভ ইউ। মেয়ে: ওই, আয়নায় নিজের চেহারা দেখছিস কখনো? ছেলে: দেখছি তো। মেয়ে: তারপরও... ছেলে: দেখছি বলেই তো তোর মত পেত্নির কাছে আসছি। নইলে তো ক্যাটরিনার কাছেই যেতাম।
সর্বশেষ পাঠকের মন্তব্য