iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

বড় হারে পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ

In টিভির সময়সূচী - 26th Jan 20 at 08:13 AM - Views : 25
বড় হারে পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুইদল।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান।

শফিউলের বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলেই ফিরেন আহসান আলি। তবে

0

এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন বাবর ও হাফিজ। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। বাবর ৩৫ বলে ৫ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

অন্যদিকে হাফিজ ৩৯ বলে ৮ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তাদের ব্যাটে ভর করে ১৬.৪ ওভারে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো পাকিস্তান। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে টাইগাররা। হাফিজ ৫৮ ও বাবর ৫৩ রানে অপরাজিত ছিলেন।

0
Googleplus Pint
Mominul Islam
Posts 56
Post Views 1,030
Helim Hasan Akash
0