iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

পাকিস্তানকে মামুলি লক্ষ্য দিল বাংলাদেশ

In টিভির সময়সূচী - 26th Jan 20 at 08:28 AM - Views : 30
পাকিস্তানকে মামুলি লক্ষ্য দিল বাংলাদেশ

লাহোরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তামিমের দুর্দান্ত অর্ধশতকের পরেও স্বাগতিক পাকিস্তানকে মাত্র ১৩৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। এদিন টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারে বিদায় নেন নাঈম শেখ।

শাহিন আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান তিনি। তিন নম্বরে নেমে ব্যর্থ হন মেহেদী হাসান। বিপিএলে চমক জাগানো এই অলরাউন্ডার

0

১২ বলে ৯ রান করে মোহাম্মদ হাসনাইনের বলে বিদায় নেন।

এরপর লিটনও দাঁড়াতে পারেন নি। সাদাবের বলে ৮ রান করে ফিরেন তিনি। তবে আফিফকে নিয়ে ৪৬ রানের জুটি গড়লেও ২১ রান করে বিদায় নেন আফিফ। পরবর্তীতে তামিম দুর্দান্ত অর্ধশতক হাঁকালেও প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও রান আউটে শিকার হয়ে বিদায় নেন তিনি।

তামিম বিদায় নেওয়ার আগে ১ ছক্কা ৭ চারে ৫৩ বলে করেন ৬৫ রান। তবে শেষ দিকে মাহমুদউল্লাহ চেষ্টা করলেও ১২ রান করে ফিরেন তিনি। এরপর বিপ্লবের ৪ বলে ৮ রানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ১৩৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ-

বাংলাদেশ-১৩৬/৬(২০)

তামিম ৬৫(৫৩), আফিফ ২১(২০)

সূত্রঃ স্পোর্টসজোন২৪

0
Googleplus Pint
Mominul Islam
Posts 56
Post Views 1,045
Helim Hasan Akash
0