iTPlic.BizLogin Sign Up
0

একাই উড়তে পারে ট্যাক্সি!

In নতুন প্রযুক্তি - 16th Jan 20 at 10:52 AM - Views : 33
একাই উড়তে পারে ট্যাক্সি!

যুগান্ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ’র অর্থায়ন পায় এমন একটি কোম্পানি একাই উড়ে যেতে পারে এমন একটি এয়ার ট্যাক্সি চালু করার ঘোষণা দিয়েছে। নিউজিল্যান্ডে তৈরি এ বিদ্যুৎচালিত এয়ার ট্যাক্সি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে উড়ে যেতে পারে।

কিটি হক কোম্পানি বলছে, তাদের এ বিমান সেল্ফফ্লাইং সফটওয়্যার ব্যবহার করে। তবে প্রয়োজনে মানুষও এর নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে। বিমানের ব্যাটারি একবার চার্জ দেয়া হলে

0

এটি ১০০ কিলোমিটার দূরত্বে একাই উড়ে যেতে পারবে।

ভবিষ্যতে এয়ার ট্যাক্সি হিসেবে এ ধরনের বিমান ব্যবহার করা যেতে পারে বলে কিটি হকের কর্মকর্তারা মনে করছেন। এ ধরনের বিমানকে বলা হয় ইভিটিওএল, অর্থাৎ ইলেকট্রিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং।

অ্যারোপ্লেন হলেও এটি হেলিকপ্টারের মতো মাটি থেকে সোজা আকাশে উঠতে পারে এবং হেলিকপ্টারের মতোই মাটিতে নেমে আসতে পারে। এ বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ইভিটিওএল নিয়ে অনেকগুলো কোম্পানি এখন গোপনে গবেষণা চালাচ্ছে।

তবে কিটি হকের কোরা মডেল বিমানের নকশাটিই সবচেয়ে ইন্টারেস্টিং বলে মনে করছেন ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ডের বিজ্ঞানীরা।

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,858
0
0