iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

ভারতে মেয়ে কুকুরকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

In অর্থনীতি খবর - 16th Jan 20 at 10:56 AM - Views : 22
ভারতে মেয়ে কুকুরকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাস্তার একটি মেয়ে কুকুরকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নবী মুম্বাই ও পনভেল থানার পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের খারাগর এলাকায়।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস (PETA) নামক একটি সংস্থার সহযোগিতায় বিজয় রাঙ্গা নামে এক পশুপ্রেমী কুকরকে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেন।

0

তার পরেই পদক্ষেপ নেয় পুলিশ।

পেটা’র (PETA) দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও একাধিকবার কুকুরদের যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে।

ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ (মানুষের দ্বারা পশুধর্ষণ) ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।

পেটার অভিমত, আদালত এই ব্যক্তিকে সাজা না দিয়ে ছেড়ে দিলে আগামী দিনে সে একইভাবে মেয়েদেরও ধর্ষণ করতে পারে।

সূত্রঃ দৈনিক আমাদের সময়

0
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,902
Helim Hasan Akash
0