শুভ সকাল এসএমএস
91)
চোখ খুলে দেখ দিগন্ত তোমায় ডাকছে।পাখিরা আপন সুরে গান গাইছে। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখ, কেউ তোমায় গুড মর্নিং বলছে। গুড মর্নিং।
92)
দিন যায় দিন আসে, কেউ দুরে কেউ কাছে, কারও মন এলোমেলো, কারও মন খুব ভাল, রাত গেল দিন এল, নতুন সুর্য দেখা দিল। শুভ সকাল।
93)
সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি মেঘের মায়া। ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাক সব সময় ভাল। শুভ সকাল।
94)
সকালের প্রথম শিশির দিয়ে, সূর্যের প্রথম আলো দিয়ে, ফুলের প্রথম সৌরভ দিয়ে, হৃদয়ের এক বিন্দু ভালবাসা দিয়ে তোমাদের জানাই শুভ সকাল।
95)
সারা রাত সপ্ন দেখে। কত ছবি মন আকেঁ। এমন সময় সপ্নের রাজা। আমার বলে দিল টাটা।মা এসে দিল ডাকি। খুলতে হল দুটি আখিঁ। জেগে দেখি নাই রাত। তাই বলি শুপ্রভাত ।
0
96)
প্রতিদিন সকালে তোমার কাছে দুটো পথ খোলা আছে ! ঘুমটা চালিয়ে যাওয়া স্বপ্ন দেখতে দেখতে অথবা জেগে উঠে স্বপ্নটার পিছনে দৌড়ানো ! তোমার মর্জি কোন পথে যাবে !
--সুপ্রভাত --
97)
আসব রাতে স্বপ্ন হয়ে,,
থাকব আমি কাছে…
চোঁখ খুলতেই চলে যাব,,
ভোরের আলোর দেশে…
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,,
শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।
98)
ভোরের প্রথম সোনালি আলো,
স্বপ্ন গুলো জাগিয়ে গেল।
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোঁয়ায়।
ফুটলো সকাল কাটলো রাত ,
তোমাকে জানাই শুপ্রভাত।
99)
শীতের সকালে,
কুয়াশার চাদরে
ঢাকা সূর্যের আলোতে।
যদি ঘুম ভাঙে তোমার,
মনে করবে প্রথম
"গুড মর্নিং" উইশটা
ছিল শুধু আমার।
শুভ সকাল ।
100)
গান শোনাল ভোরের পাখি,,
এখনও কেউ ঘুমাও নাকি?
আমি তোমায় কত ডাকি,
এবার একটু খোল আঁখি…
কেটে গেল রাত্রি কাল,
তোমায় জানাই শুভ সকাল।
101)
আজ সকালে ঘুম ভাঙল,
একটি পাখির ডাকে।
উঠে দেখি স্নিগ্ধ সূর্য
উকি দিয়েছে আকাশে।
প্রকৃতির চার পাশে
উঠে গেছে আলো।
ভোরের হিমেল হাওয়ায়
মনটা আমার অনেক ভাল।
--সুপ্রভাত--
0
102)
মিষ্টি মিষ্টি আজকের সকাল,
উষ্ণ আকাশ মৃদু মৃদু বইছে বাতাস।
দু চোখ খুলেছি শুধু তোমার টানে।
আমায় রেখ তোমার মনের একটি কোনে।
ভাল কাটুক তোমার আজকের সারাটা দিন,
তোমায় জানাই "শুভ সকাল"।
103)
জীবন সাজাও স্বপ্ন দিয়ে,
মন সাজাও মন দিয়ে।
রাত সাজাও চাঁদ ও অনেক তারা দিয়ে,
সকাল সাজাও গুড মর্নিং বলে,
"হ্যাপি গুড ডে টু ইউ"
104)
স্বপ্ন দেখার প্রহর শেষে,
ফিরল পরি ঘুমের দেশে।
কাল মেঘের আড়াল থেকে সুর্য দিল দেখা।
তাকিয়ে দেখ ভোরের আলোয়
নতুন স্বপ্ন লেখা।
-শুপ্রভাত-
105)
ভোরের আলো দিল উঁকি,,,
তোমার আশায় আমি থাকি…
আমার কাছে আসবে বলে,,,
বাগান ভরা ফুলে ফুলে…
খুশির জোয়ার সীমাহীন,,,
.
তোমায় জানাই গুড মর্নিং।
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0