![]() | Login | Sign Up |
ইংলিশ প্রিমিয়ার লিগে গত অক্টোবরে ওল্ড ট্র্যাফোর্ডে দুই দলের ম্যাচটা শেষ হয়েছিল ১-১ গোলে। কিন্তু অ্যানফিল্ডে ফিরতি ম্যাচে অবশ্য ঠিকই জয় তুলে নিয়েছে লিভারপুল।
গতরাতে রোববার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ৩০ বছরের লিগ শিরোপা খরা কাটানোর পথে আরেক ধাপ এগিয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।
প্রথমার্ধের ১৪ মিনিটেই লিড নিয়েছিল স্বাগতিকরা। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের কর্নারে হেডে গোল করে দলকে এগিয়ে
দেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
২৬ মিনিটে লিভারপুলের ব্যবধানটা দ্বিগুণ হতে হতেও হয়নি। ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিলেন রবার্তো ফিরমিনো। কিন্তু রিপ্লেতে দেখা যায়, আগমুহূর্তে ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে ফাউল করেছিলেন ফন ডাইক। ভিএআরের সাহায্যে ফাউলের বাঁশি বাজান রেফারি।
আর যোগ করা সময়ে মোহাম্মদ সালাহ ইতি টানেন দারুণ এক গোল করে। ইউনাইটেডের কর্নার নিয়ন্ত্রণে নিয়ে উঁচু করে সালাহকে মাঝমাঠে বল বাড়িয়েছিলেন অ্যালিসন। সঙ্গে লেগে থাকা এক খেলোয়াড়কে পেছনে ফেলে বল জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড।
এই জয়ে ১৬ পয়েন্ট এগিয়ে গেছে লিভারপুল। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪। এক ম্যাচ বেশি খেলে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
সর্বশেষ পাঠকের মন্তব্য