ভালবাসার এসএমএস
211)
তুমি যমুনা হলে হব অামি যমুনা ব্রিজ।
তুমি চায়ের কাপ হলে হব চায়ের প্রিজ।
তুমি জিবন হলে হব অামি প্রেম,
তুমি দরজা হলে হব অামি দরজার ফ্রেম।
212)
জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে
জানিনা এই সরল মনে কার জায়গা হবে
শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব
সারা জীবন তাকেই ভালবাসবো.
213)
ঝেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখ এই প্রাণ।
বন্ধ দুচোখের নিভু নিভু কালোয়,
যে আলোয় ভেসে আসো তুমি।
মনে হয়, মিশে যাই, তোমার আরো কাছে...
214)
যে মানুষ হাজার কষ্টের মাঝেও
তার প্রিয় মানুষ টিকে মনে রাখে।
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষ টিকে ভালবাসে।
সে তাকে কখনো ভুলতে পারে না।
215)
তোমায় আমি ভালবাসি আমার জীবনের চেয়ে ও বেশি,
তোমাকে দু:খ দেওয়ার জন্য কি তোমায় বেসেছি ভালো আমি।
দুরে কখনো আমি যাব না কভু তোমায় ছেড়ে তোমার পাশেই
থেকেই আমি তোমায় ভালবেসে যাব সারাটি জীবন ধরে।
0
216)
গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি,
সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি।
ভাবতে আমার ভাল লাগে শুধু তোমাকে,
তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে।
217)
চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি,
মনজমিনে নামিয়ে ছিলো মুসল ধারায় বৃষ্টি।
তোর ঠিকানায় আছি আমি মনপাড়াতে ঘুরি,
সেদিন থেকে যেদিন নিলি মনটা করে চুরি।
218)
হতে পার তুমি মন থেকে দুরে
তথাপি রয়েছো মোর নয়ন পুরে॥
হয়তো তুমি নেই এই হৃদয়ে
তবুও রয়েছো পরশেরই ভিতরে।
কারণ ভালবাসি শুধুই তোমারে॥
219)
তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি।
তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
220)
প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন
প্রেমে না পরলে জীবনকে
অনুভব করা যায় না ।
221)
ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,,
শিশির ভেজা ফুলের মত পবিত্র..
কিন্তু সময়ের কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত..!!
0
222)
জীবন কারো জন্য থেমে থাকে না,
কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়,
প্রিয় মানুষটার জন্যে ...
223)
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি....
লিখতে পারিনা॥ তুমি সেই ছবি!
যা কল্পনা করি.... আঁকতে পারি না॥
তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই....
কিন্তূ তা কখনো-ই পাই না॥
224)
যতই দূরে হারিয়ে যাও ,
আমি তোমাকে খুঁজে বের করবোই ।
যতই পর ভাবো আমায় ,
আমি তোমাকে আপন করে নেবো ।
যতই ঘৃনা কর আমায় ,
আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো ।
যতই পাষাণ হোক তোমার মন ,
ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।
225)
সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে।
জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে।
মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে।
ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।।
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0