ভালবাসার এসএমএস
151)
প্রেম হলো সরল অংকের মত।
সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও
বন্দনী থাকে, তেমনি প্রেমেও থাকে
হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ- বিচ্ছেদ,
অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা
152)
ভালবাসো তাকে যে ভাবে তোমাকে..
বন্ধু করো তাকে যে চেনে তোমাকে..
আপন করো তাকে যে ভাবে তোমাকে..
মনে রাখো তাকে যে কখনো ভোলেনা তোমাকে..
জীবন সাথী কর তাকে যে থাকবে
তোমার পাশে সারা জীবন ।
153)
এতো কষ্ট পেয়েও,তোমাকে ভুল বুঝিনি ।
এতো দূরে রয়েও,তোমাকে ভুলে যায়নি ।
নির্ঘুম রাত জেগেও,স্বপ্ন নিয়ে বেঁচে আছি ।
কেনো জানো ? তোমায় খুব ভালোবাসি তাই ।
154)
যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন,
তৃতীয় মহাযুদ্ধ বাধে,
যদি কমে যায় কভু আলো আকাশের ঐ চাদে,
তবুও তুমি আমার, শুধু আমার।
155)
যদি ভালবাসাকে মৌচাক ধরি,
তাহলে বিশ্বাস হল মৌমাছি।
কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমেই
ভালবাসার অমৃত মধু পাওয়া যায়।
0
156)
প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না।
যা হয় তা হল ভাল লাগা।
আর সেই ভাল লাগা নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসার।
157)
একটু ভালোবাসা দিবি?
যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ ।
থাকবে না, না পাওয়ার যন্ত্রনা
থাকবে না মায়া কাঁন্না।
থাকবে শুধু সীমাহীন অনুভূতি ।
যেই অনুভূতি কে সাথি করে
কাটিয়ে দিবো সারাটা জীবন।
158)
এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
159)
বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,,
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি??
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!!!
160)
Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে,,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,,
কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে,,
161)
ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত
হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল - শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে
ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।
0
162)
যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই,
সুখে নেই. তবে তুমি ফিরে আসো এখনো
আগের মতো ভালবাসি তোমাকেই..!!
163)
এসে গেলো ফেবরুয়ারী,, মন চায়
প্রেমে পরি.. আমি এখন একা,, কবে
পাবো তোমার দেখা.. কোথায় গেলে
তোমায় পাই,, মন যে শুধু চাই.. ১৪
ফেবরুয়ারী GIFT টা যেনো আমি পাই..!!
164)
তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,,
তাহলে আমি ভুলে যেতে রাজি..
ভুলতে হয়তো কোনদিন ও পারবো না,,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!!
165)
তুমি রাজি থাকলে প্রেম করবো,
কাজী এনে বিয়া করব, রাগ করলে
কিস করবো, দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব কষ্ট পাবো...!!
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0