ভালবাসার এসএমএস
181)
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার??
আমি বলব চোখের পাতা নড়ে যতবার..
যদি বলো তোমায় ভালবাসি কত??
আমি বলব আকাশে তারা আছে যত..!!
182)
যারা ভালবাসা নিয়ে খেলা করে,,
তারাই ভালবাসা পায়..
আর যারা মন থেকে ভালবাসে,,
তারা ভালবাসা পায়না ঠিক কিনা..??
183)
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে..
আর কেউ যদি না দেখে কাঁদে,,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!
184)
ভুলতে পারিনা তারে,, ভালবাসি আমি যারে..
মনে পড়ে তারে,, শুধু বারেবারে..
জানিনা সে কত দূরে,, তবুও আছে মন জুরে..
এখনো যে ভাবি তারে,,
সে কি আজো ভালবাসে আমারে..??
185)
সত্যিকারে ভালবাসা যা,
সে অতি অপমান’’আঘাত করলে..
হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না..!!
0
186)
যে মানুষ যত বেশি গম্ভীর..
সে মানুষ ততবেশি রাগী..
তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি..!!
187)
তুমি যদি বাসো ভালো,,
চাঁদের মতো দেব আলো,,
যদি আমায় ভাবো আপন,,
হব তোমার মনের মতন,,
নদী যেমন দেয় মোহনা,,
তোমার ই আমি তোমার উপমা,,
188)
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলে
যাবো, যাবো তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?
189)
যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি
তার কষ্টও অনেক বেশি।
190)
দেখো চাঁদের দিকে,, কত যে কষ্ট
তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে
যায়,, কখনো সে জোত্সনা হারায়.. তবুও
জোত্সনা ছড়িয়ে সে হাসে,, কারন সে
আকাশ কে ভালবাসে..!!
191)
কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ
জ্বেলে, চাওয়া পাওয়ার স্বপ্নে॥
0
192)
এখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,
ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।
এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ জ্বেলে ॥
193)
দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।
খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে।
শুনাব না কোন গল্প, গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।
194)
রাজার আছে অনেক ধন,
আমার আছে একটি মন।
পাখির আছে ছোট্র বাসা,
আমার মনে একটি আশা,
তোমায় শুধু ভালোবাসা।
195)
মানুষের জীবনে চাওয়ার শেষ নেই,
স্বপ্নের সমাপ্তি নেই, আকুলতার অন্তি নেই ,
আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি ,
আমার সব আকুলতা শুধু তোমার মাঝে
আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0