![]() | Login | Sign Up |
পাখির ঠোটে চিঠি দিলাম তুমি খুলে পড়,
স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধর।
রাত জাগা পাখির মত জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায় কেমন আছ তুমি ?
এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন !!
এক পাশে নীল আর এক পাশে কাশবন ,
এক পাশে সমুদ্র আর একপাশে পাহার ,
এক পাশে তুমি ; আর এক পাশে আমি
বলনা জানু পাখী কেমন আছো তুমি ?
এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন !!
এক পাশে নীল আর এক পাশে কাশবন ,
এক পাশে সমুদ্র আর একপাশে পাহার ,
এক পাশে তুমি ; আর এক পাশে আমি
বলনা জানু পাখী কেমন আছো তুমি ?
তুমি যদি তোমার ভালোবাসার মানুষটির বড় বড় ভুল গুলো
ক্ষমা করতে না পারো , তাহলে তাকে ভালোবাসার যোগ্য
তুমি নও ।
তুমি তাকেই ভালোবাস যে তোমাকে কষ্ট দেয়।
তাকে কষ্ট দিওনা যে তোমাকে ভালোবাসে।।।।
কারো সাথে বন্ধুত্ব করার আগে
তাকে পরীক্ষা করে নেয়া উচিত,
সে বন্ধুত্বের যোগ্য কিনা।
বিশাল হৃদয় দিয়ে কি হবে যদি দুঃখ না বোঝে,
ফেন্ডশিপ করে কি হবে যদি মূল্য না দাও,
ভালবেসে কি হবে যদি ভালবাসার মানুষকে কষ্ট দাও.
মানুষ মানুষের জন্য,মানুষকে ভেবোনা বাজারের পন্য,
হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,
তাই বলে তুমি নিভিয়ে দিওনা,তার জীবনের আলো !
কাউকে যদি ভালোবাসতে হয়
তাহলে হৃদয় থেকে ভালোবাসুন।
নিজের স্বার্থের জন্য তার সাথে
ভালোবাসার অভিনয় করবেন না।
আপনার অভিনয় হয়তো
একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে ।
কদমে কদমে ভরে গেছে চারপাশ,
এলো বুঝি বর্ষার মাস।
নদী নালা থৈ থৈ, বন্ধু তুমি আছো কই।
মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি,
বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।
ফুলের রানি, রূপের রানি, কোথায় তুমি যাও ?
তোমার সাথে সঙ্গী করে আমায় নিয়ে যাও।
কি সুন্দর হাসি তোমার , মায়াবীতে ভরা...
তোমায় পেলে সত্যি আমি, হব দিশে হারা
"শুভ বসন্ত"
একজন সুন্দর মানুষের চাওয়াটা সুন্দর হওয়া উচিত,
আর একজন অসুন্দর মানুষের চাওয়াটা অসুন্দর হওয়া উচিত।
কারন অসুন্দর মানুষটা যখন সুন্দর চায় তখন সে পায় না।
মিথ্যা বললে তা তোমার মনেই রয়ে যায়।
মনকে খোঁচাতে থাকে।
সত্য বলার সবচেয়ে বড় সুবিধা হলো
তুমি কি বলেছো তা আর তোমার
মনে রাখার প্রয়োজনীয়তা নেই।
কে আমাদের একশ বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই,,
কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা আমরা মনে রাখি..!!
মানুষের শরীরের ভিতর এমন একটা মাংসপিন্ড আছে যা ভাল থাকলে মানুষ ভাল থাকে, আর সেই মাংসপিন্ডটি খারাপ থাকলে মানুষ ও খারাপ থাকে, আর সেই মাংস পিন্ডটি হচ্ছে,............মানুষের মন বা তার হৃদয়।