![]() | Login | Sign Up |
শীতের মাঝে সকাল সাজে, কুয়াশার শব্দ কানেতে বাজে।তোমার সৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে। তাই জীবন কাটাবো প্রেমহিন, ভবিষ্যৎ হবে রঙিন।আবার এল সেই শীতের দিন, সবাইকে জানাই গুডমর্নিং।
শীতের শীতল ছোয়ায়, সোনালি রোদের মিষ্টি আলোয়, মন বলে সবায় আছ তো ভাল? ভাল থাকার ইচ্ছা জানাই তোমাদের, শুভেচছা... শুভ সকাল।
রাত গেল ঘুমে ঘুমে হয়ে গেল ভোর, ঘুম থেকে ঊঠে পর খুলে দাউ ডোর। মনটা রাখ হাসি খুশি আজ সারা দিন, মন থেকে বলছি তোমায় গুড মর্নি।
বৃষ্টি হীন দিনের ঘুম হীন রাত্রি,
তারা হীন আকাশের দিশা হিন যাত্রি ।
সব মিলিয়ে বিষন্ন এ পৃথিবী ।
তার পরও প্রশ্ন করছি কেমন আছ ?
জীবন মরন তোমার নামে দিব আমি লিখে ,
মিষ্টি করে বন্ধু তুমি তাকাও আমার দিকে।
তোমার মনের সব খবর রাখতে চাই আমি ,
সব শেষে বল বন্ধু কেমন আছ তুমি ?
পাখির ঠোটে চিঠি দিলাম তুমি খুলে পড়,
স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধর।
রাত জাগা পাখির মত জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায় কেমন আছ তুমি ?
এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন !!
এক পাশে নীল আর এক পাশে কাশবন ,
এক পাশে সমুদ্র আর একপাশে পাহার ,
এক পাশে তুমি ; আর এক পাশে আমি
বলনা জানু পাখী কেমন আছো তুমি ?
এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন !!
এক পাশে নীল আর এক পাশে কাশবন ,
এক পাশে সমুদ্র আর একপাশে পাহার ,
এক পাশে তুমি ; আর এক পাশে আমি
বলনা জানু পাখী কেমন আছো তুমি ?
তুমি যদি তোমার ভালোবাসার মানুষটির বড় বড় ভুল গুলো
ক্ষমা করতে না পারো , তাহলে তাকে ভালোবাসার যোগ্য
তুমি নও ।
তুমি তাকেই ভালোবাস যে তোমাকে কষ্ট দেয়।
তাকে কষ্ট দিওনা যে তোমাকে ভালোবাসে।।।।
কারো সাথে বন্ধুত্ব করার আগে
তাকে পরীক্ষা করে নেয়া উচিত,
সে বন্ধুত্বের যোগ্য কিনা।
বিশাল হৃদয় দিয়ে কি হবে যদি দুঃখ না বোঝে,
ফেন্ডশিপ করে কি হবে যদি মূল্য না দাও,
ভালবেসে কি হবে যদি ভালবাসার মানুষকে কষ্ট দাও.
মানুষ মানুষের জন্য,মানুষকে ভেবোনা বাজারের পন্য,
হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,
তাই বলে তুমি নিভিয়ে দিওনা,তার জীবনের আলো !
কাউকে যদি ভালোবাসতে হয়
তাহলে হৃদয় থেকে ভালোবাসুন।
নিজের স্বার্থের জন্য তার সাথে
ভালোবাসার অভিনয় করবেন না।
আপনার অভিনয় হয়তো
একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে ।
কদমে কদমে ভরে গেছে চারপাশ,
এলো বুঝি বর্ষার মাস।
নদী নালা থৈ থৈ, বন্ধু তুমি আছো কই।
মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি,
বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।