iTPlic.BizLogin Sign Up
Helim Hasan Akash

Popular Sms

সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোটা পানি দেখে
দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে
আর ৩য় ফোটা পরার আগে তা হাঁসিতে পরিনত করে ...

Like (23) - Dislike (12) - Send This

দিনের শেষে বলছি তোমায় !
জন্মদিনের শুভেচ্ছা !

Like (23) - Dislike (9) - Send This

শুভ রজনী, শুভ দিন,রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।

“ঈদ মোবারক”

Like (23) - Dislike (12) - Send This
0

জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়…
জানি না কি ভূল ছিল আমার ভাবনায়…
তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়…

Like (23) - Dislike (12) - Send This

ভেবে ছিলাম তুমি কতো আপন !!
ভেবেছি পাশে থাকবে সারা জীবন !!
কেন তুমি ভাঙলে এমন ??....
ভাবিনি কখনো করবে এমন ...
তারপরও তুমি আমার জীবন .

Like (23) - Dislike (11) - Send This

নতুন আশা, নতুন দিন,
আজকে হল জুমার দিন।
লাগছে ভাল ছাড়বো ঘর,
মসজিদে যাবো ১২ টার পর।
আকাশে সূর্য দিচ্ছে আলো,
জুমার নামায পরতে লাগবে ভালো।

{>সকলকে জুম্মা মোবারক<}

Like (23) - Dislike (11) - Send This

নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু,,
নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু,,
নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো,,
মনের মতো সময় মতো নামাজ রোজা করো,,
পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা,,
তা না হলে পরকালে পেতে হবে সাজা,,
বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা.

Like (23) - Dislike (8) - Send This
0

মিষ্টি মিষ্টি আজকের সকাল,
উষ্ণ আকাশ মৃদু মৃদু বইছে বাতাস।
দু চোখ খুলেছি শুধু তোমার টানে।
আমায় রেখ তোমার মনের একটি কোনে।
ভাল কাটুক তোমার আজকের সারাটা দিন,
তোমায় জানাই "শুভ সকাল"।

Like (23) - Dislike (18) - Send This

সবাইকে জানাই শুভ্র সকালের কুয়াশা ভেজা শীতল সুভেচ্ছা ____সুভ সকাল ।

Like (23) - Dislike (21) - Send This

মাঝরাত থেকে টিপ টিপ বৃস্টি পরছে____ সবাইকে জানাই বৃস্টি ভেজা সকালের সুভেচ্ছা____ ※শুভ সকাল※

Like (23) - Dislike (22) - Send This

শীতের মাঝে সকাল সাজে, কুয়াশার শব্দ কানেতে বাজে।তোমার সৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে। তাই জীবন কাটাবো প্রেমহিন, ভবিষ্যৎ হবে রঙিন।আবার এল সেই শীতের দিন, সবাইকে জানাই গুডমর্নিং।

Like (23) - Dislike (20) - Send This
0

শীতের শীতল ছোয়ায়, সোনালি রোদের মিষ্টি আলোয়, মন বলে সবায় আছ তো ভাল? ভাল থাকার ইচ্ছা জানাই তোমাদের, শুভেচছা... শুভ সকাল।

Like (23) - Dislike (23) - Send This

রাত গেল ঘুমে ঘুমে হয়ে গেল ভোর, ঘুম থেকে ঊঠে পর খুলে দাউ ডোর। মনটা রাখ হাসি খুশি আজ সারা দিন, মন থেকে বলছি তোমায় গুড মর্নি।

Like (23) - Dislike (21) - Send This

বৃষ্টি হীন দিনের ঘুম হীন রাত্রি,
তারা হীন আকাশের দিশা হিন যাত্রি ।
সব মিলিয়ে বিষন্ন এ পৃথিবী ।
তার পরও প্রশ্ন করছি কেমন আছ ?

Like (23) - Dislike (22) - Send This

জীবন মরন তোমার নামে দিব আমি লিখে ,
মিষ্টি করে বন্ধু তুমি তাকাও আমার দিকে।
তোমার মনের সব খবর রাখতে চাই আমি ,
সব শেষে বল বন্ধু কেমন আছ তুমি ?

Like (23) - Dislike (22) - Send This
0
0