![]() | Login | Sign Up |
মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি কিছুদিন,
কাপড় চোপড় কিনে নিন,
গরিব দুঃখির খবর নিন,
দাওয়াত রইল ঈঁদের দিন.
*) “ঈদ মোবারক” (*
যদি কর সুখের আশা করিও না 'ভালবাসা'|
ভালবাসা অতি "কষ্ট, এতে হয় জিবন"নষ্ট,
ভালবাসার শেষ "ফল" বুকে বেথ্যা চোখে 'জল.
হায়রে ভালবাসা
আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা..
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,,
যেখানে জমা আছে অনেক ব্যাথা..!
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি......
পেরোতে চাই না একা .....
এই পথের নাম পাবে নিজের দাম .....
তুমি একবার দিলে দেখা
কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
সম্পদ বলে - আমাকে উপার্জন করো,
বাকী সব কিছু ভুলে যাও
সময় বলে - আমাকে অনুসরন করো,
বাকী সব কিছু ভুলে যাও
ভবিষ্যত বলে - আমার জন্যসংগ্রাম করো,
বাকী সব কিছু ভুলে যাও
আল্লাহ বলেন- শুধু আমাকে স্বরনকরো,
বাকী সব কিছু আমি দেব।
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত।
আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।
রাতে জোসনা, দিনে আলো,
কেন তোমায় লাগে ভালো?
গোলাপ লাল, কোকিল কালো,
সবার চাইতে তুমি ভালো।
আকাশ নীল, মেঘ সাদা,
সবার চাইতে তুমি আলাদা।
“শুভ সকাল”
কেয়া হয়ে যদি থাক আমার বাগানে।
যত্ন করে রাখব তোমায় আমারি মনে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল।
রোজ সকালে বলব তোমায় ,
"শুভ সকাল"
ফুল হয়ে যদি থাক আমার বাগানে,
যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল,
রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।
সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা।
সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা।
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা।
সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা।
শুভ সকাল।
তাকিয়ে দেখ পুব আকাশে সুর্য মামা হাসে।
সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে।
দরজা খোল সকাল হলো ফুরিয়ে গেছে রাত।
তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত।
ভোরের আলো দিল উঁকি,,,
তোমার আশায় আমি থাকি…
আমার কাছে আসবে বলে,,,
বাগান ভরা ফুলে ফুলে…
খুশির জোয়ার সীমাহীন,,,
.
তোমায় জানাই গুড মর্নিং।
সকালের প্রথম শিশির দিয়ে, সূর্যের প্রথম আলো দিয়ে, ফুলের প্রথম সৌরভ দিয়ে, হৃদয়ের এক বিন্দু ভালবাসা দিয়ে তোমাদের জানাই শুভ সকাল।
সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি মেঘের মায়া। ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাক সব সময় ভাল। শুভ সকাল।