![]() | Login | Sign Up |
মনের মানুষের কাছে বেশি
আবেগ প্রকাশ করতে যেওনা।
কেননা, সে তোমার এই দুর্বলতার
সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।
আগুন ভরা আকাশ, গরম গরম বাতাস।
ছিরবিরানি গা, গরম কমে না।
কলসি কলসি জল, মাথায় দিবি কত বল।
এইতো সবে শুরু, ভালো থেকো গুরু।
শুভ গরম কাল।
বৃষ্টি পড়ছে সপ্ন জমছে আমার চোখের কোণে,
চলনা হারিয়ে যাই আজ আপন মনে।
পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই,
আষাঢ় মাস কে স্বাগত জানাই।
আজ বর্ষা এলো,
ফরসা আকাশ মেঘলা হোলো,
নামছে এখন বৃষ্টি,
আমার কথা মনে পড়লে
জানালায় রাখো দৃষ্টি।
প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে,
মনের মাঝে একি সুর বাজে।
শিমুলের বনে আজ লেগেছে আগুন,
আজ কি তবে আবার এসেছে ফাগুন?
আমি চলে যাচ্ছি... ৫ মাস আর হয়তো দেখা হবে না...
যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও ... ... ... .......ইতি________ তোমাদের প্রিয় গরমকাল...
এল শীত তোমার ধারে, একা তুমি থেকো নারে।
সাথে রেখ শুধু তারে, ভালোবাসো তুমি যাঁরে।
এখন শুধু তার কাম,জানি আমি তার নাম।
সেই তোমার সম্বল, তার নাম কম্বল।
...Happy Winter Season..!!
গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটছে বেশ।
সব পাখির মন খারাপ শিতের হল শেষ।
নতুন রুপে, নতুন সাঁঝে ণিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন।
ফুল ফুটলো রাশি রাশি,
উদাস মনটা বেজাই খুশি।
বসন্তের আগমনে,
ফুল ফুটেছে সব বাগানে।
তাই কোকিল গান করে, মনের টানে।
হাজারো রং এর প্রয়োজন। কিন্তু ,
সেই মনের আকাশে কালো মেঘ জমানোর জন্য ,
একটি ছোট দুঃখই যথেষ্ট.
জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।
যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন।
তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে
পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক।
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,
কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়...!!
"মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল¤
"মা হারালে হারাবি তুই,আল্লাহ রাসুল¤
"তুই যতই পারস,মার যত্ন সেবা কর¤
"মা তখন হবে আপন যখন সবাই হবে পর¤
প্রথম স্পর্শ "মা"
প্রথম পাওয়া "মা"
প্রথম শব্দ "মা"
প্রথম দেখা "মা"
আমার জান্নাত তুমি "মা"
পৃথিবীর সব চেয়ে সুখ কি জান?
মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জান?
মা-বাবার চোখের জল.
সব চেয়ে অমুল্য রতন কি জান?
মা-বাবার ভালোবাসা।।।