![]() | Login | Sign Up |
দিন যায় দিন আসে, কেউ দুরে কেউ কাছে, কারও মন এলোমেলো, কারও মন খুব ভাল, রাত গেল দিন এল, নতুন সুর্য দেখা দিল। শুভ সকাল।
চোখ খুলে দেখ দিগন্ত তোমায় ডাকছে।পাখিরা আপন সুরে গান গাইছে। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখ, কেউ তোমায় গুড মর্নিং বলছে। গুড মর্নিং।
নীল আকাশের মেঘের ভেলায়, দিঘির জলে ফুলের মেলায়। সবুজ ঘাসের শিশির কনায়, প্রজাপতির রঙিন ডানায়, একটা কথা তোমায় জানাই। সুপ্রভাত।
সকাল বেলার সোনালি আলো, আজ মনটা অনেক ভালো। কিচির মিচির ডাকছে পাখি, খুলে দেখো দুটি আঁখি.....শুভ হোক আজকের দিনটি।
ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে, সূর্যি মামা উঠছে আবার নতুন কিছুর টানে, সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে, মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এই এসএমএসে, শুভ সকাল।
মায়াবী একটা সকাল, মিষ্টি একটা সূর্য। বিশাল একটা আকাশ, এলোমেলো বাতাস। সবুজ সবুজ ঘাস, অপরূপ পাখির ডাক। সুন্দর একটা দিন, তোমাকে জানাই গুড মর্নিং।
দিনটা সবার ভালো কাটুক___ আগামীর সপ্ন গুলো পুরন হোক___ সবার জীবনে শান্তি ফিরে আসুক___ 《》শুভ সকাল《》
বৃষ্টির মাঝে সকাল সাজে,মেঘের শব্দ কানেতে বাজে।তোমার সৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে।তাই জীবন কাটাবো প্রেমহিন, ভবিষ্যৎ হবে রঙিন।আবার এল সেই বৃষ্টির দিন, সাবাইকে জানাই গুডমর্নিং।
শুভ সকাল বলাটা কেবল একটা সৌজন্য নয় কিংবা মেসেজ ফ্রি আছে বলে নয়... এটা একটা সুন্দর রীতি যাতে বলা হয় আমি তোমাকে দিনের প্রথম মিনিটে মনে করছি.. শুভ সকাল।
চিটাগং টু ঢাকা। বন্ধু আমি একা!
খুলনা টু রাজশাহী তোমায় আমি ভালবাসি!
বারিশাল টু সিলেট করনা আমায় ডিলেট!
ওমান টু দুবাই কেমন আছো সবাই?????
কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ,
না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,
যেখানে আছো যেভাবে আছো ভালো থেকো
মন চাইলে জানিয়ে দিও কেমন আছো তুমি ?
রাতের বেলা খোলা আকাশ মনটা হলো একটু উদাস,
তারার সাথে দূর আলাপন আকাশটা এখন তুষার প্লাবন,
আমি আছি যেমন তেমন বন্ধু তোমরা আছো কেমন?
শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি,
-পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।
কে তোমার সব চেয়ে ভাল বন্ধু সেটা তখনই বুঝবে,
যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে !!!
কাউকে যদি ভালবাস, ভালবেস চিরদিন।
আর যদি না বাসো, বেসনা কোন দিন।
অবুজ মন নিয়ে খেলা খেলনা,
কোন নিষ্পাপ হ্রিদয়ে বেথা দিয়না ।