![]() | Login | Sign Up |
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
বন্ধু তুই কোথায় গেলি" আমাকে না বলে"
আমি আজ চেয়ে আছি তোর পথের পানে"
জানি তুই আসবি ফিরে" একদিন হঠাৎ করে"
সে দিন ও দেখবি বন্ধু আমি যাই নিই তোকে ভুলে"
আমি সেই বৃষ্টি চাইনা, যে বৃষ্টিতে বন্যা হয়,
আমি সেই আকাশ চাইনা,
যে আকাশ মেঘলা হয়,
আমি এমন বন্ধু চাইনা যে
নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে
আমি মেঘের মতো চেয়ে থাকি, চাঁদের মতো হাসি,
তারার মতো জ্বলে থাকি, বৃস্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি শুধু তোমার কথা ভাবি।
ব্ন্ধু মানে জোসনা ভেজা গলপো বলা রাত..
বন্ধু মানে ভালোবাসার শিক্ত দুটি হাত..
বন্ধু মানে মনের যত গোপন কথা বলা..
বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা...
আমি ১টা দিন চাই আলয় আলয় ভরা।
আমি ১টা রাত চাই, অন্ধকার ছারা।
আমি ১টা ফুল চাই, সুন্দর সুবাস ভরা।
আর ১টা ভাল বন্ধু চাই সবার চেয়ে সেরা…
সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোটা পানি দেখে
দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে
আর ৩য় ফোটা পরার আগে তা হাঁসিতে পরিনত করে ...
দিনের শেষে বলছি তোমায় !
জন্মদিনের শুভেচ্ছা !
শুভ রজনী, শুভ দিন,রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়…
জানি না কি ভূল ছিল আমার ভাবনায়…
তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়…
ভেবে ছিলাম তুমি কতো আপন !!
ভেবেছি পাশে থাকবে সারা জীবন !!
কেন তুমি ভাঙলে এমন ??....
ভাবিনি কখনো করবে এমন ...
তারপরও তুমি আমার জীবন .
নতুন আশা, নতুন দিন,
আজকে হল জুমার দিন।
লাগছে ভাল ছাড়বো ঘর,
মসজিদে যাবো ১২ টার পর।
আকাশে সূর্য দিচ্ছে আলো,
জুমার নামায পরতে লাগবে ভালো।
{>সকলকে জুম্মা মোবারক<}
নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু,,
নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু,,
নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো,,
মনের মতো সময় মতো নামাজ রোজা করো,,
পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা,,
তা না হলে পরকালে পেতে হবে সাজা,,
বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা.
সবাইকে জানাই শুভ্র সকালের কুয়াশা ভেজা শীতল সুভেচ্ছা ____সুভ সকাল ।
মাঝরাত থেকে টিপ টিপ বৃস্টি পরছে____ সবাইকে জানাই বৃস্টি ভেজা সকালের সুভেচ্ছা____ ※শুভ সকাল※