ভালবাসার এসএমএস
91)
ভালোবাসা মানে আবেগের পাগলামি,,
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।
92)
ভালবাসা কি ? তপ্ত মরুর বালুর শিখা,
ভালবাসা কি ? নদীর স্রোতে
ভাসমান কোনো ণৌকা, ভালবাসা কি?
ভেসে আসা কোনো সুখের ভেলা,
ভালবাসা কি? দুখের মাঝে হাসি
মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো
এক অজানা ঠিকানা?
93)
ভালোবাসার মানুষ যতোই দূরে থাকুননা কেনো,
কখনো মনে হবে না যে সে দূরে আছে,
যদি সে অনুভবে মিশে থাকে ।
94)
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো..
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা,,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা...
95)
চাঁদ মেঘে লুকালো তোমাকে দেখে প্রিয়া_
রাত বুঝি ঘুমালো এসো না বুকে প্রিয়া_
ঝিরি ঝিরি হাওয়া শিরি শিরি ছোয়া_
ঝড় উঠেছে এ মনে হায় এ মনে কেউ জানেনা_
0
96)
ফুলের প্রয়োজন সূর্যের আলো,
ভোরের প্রয়োজন শিশির,
আর আমার প্রয়োজন তুমি,
আমি তোমাকে ভালবাসি।
97)
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা।
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
98)
জানিনা ভালোবাসার আলাদা
আলাদা নিয়ম আছে কিনা,
তবে আমি কোন নিয়মে তোমাকে
ভাল বেসেছি তাও জানিনা,
শুধু এইটুকু জানি আমি
তোমাকে অনেক অনেক ভালোবাসি...
99)
এক ফোঁটা শিশিরের কারনেও বন্যা
হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়,
তেমনি এক চিমটি ভালবাসা দিয়ে ও
সুখ পাওয়া যায় যদি সেই ভালবাসা খাঁটি হয়..
100)
একজন প্রেমিকের কাছে
চন্দ্র হলো তার প্রেমিকার মুখ ।
আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস ।
101)
ভালোবাসাকে যদি
শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়,
তবে বিশ্বাস তার বীজ।
আর পরিচর্যা হলো আবেগ।
0
102)
আজকে তুমি রাগ করছো,
দু:খ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে ...... !
103)
জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার,
যে হবে শুধুই আমার।
আমার সুখ দুঃখে যে রবে পাশে,
এমন মানুষকেই ভালবাসার মন খুঁজে।
104)
আমি তাকেই ভালবাসি যে,
আমাকে বিশ্বাস করে।
আমি তাকেই বিশ্বাস করি
যে আমাকে বুঝে।
105)
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে,
ভালোবেসে ভালোবাসাকে বেঁধে যে রাখে।
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0