ভালবাসার এসএমএস
121)
মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই...,
কারন তোমাকে ভালবাসি বলে...
নীরবে নিজেও কষ্ট পাই....,
তোমাকে মিস করবো বলে...
তোমাকে যখন মিস করি....,
তখন পৃথিবীকে এড়িয়ে চলি...
কারন তখন আমার সব....,
অনুভূতি জুড়ে শুধুই তুমি...
122)
যদি ভালবাসো মোরে,
তবে মোর হাত দুখান ধরে,
নিয়ে চল অনেক অনেক দূরে,
যেথায় তোমাতে আমাতে কথা হবে,
মুখে মুখে নয় কেবলই মনে আর মনে
123)
বন্ধুকে ভালবাসার মানুষের জায়গায় বসানো যায়..
কিন্তু ভালবাসার মানুষকে কখনও শুধু
বন্ধু হিসেবে মেনে নেয়া যায় না......
124)
পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়,
যখন ভালোবাসার মানুষটি
ভালোবেসে পাশে থাকে..
আর তখনি নিজেকে অনেক
ভাগ্যবান মনে হয় যখন
ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে
বিশ্বাস রাখে...
125)
ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি..
ভালোবাসা মানে রুপালি উজান।
ভালোবাসা মানে জোছনার গান।
ভালোবাসা মানে উশ্ন সুখের বরফ গলা নদী।
0
126)
ভালোবাসা হল এমন একটি শ্বাস
যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল
ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম
রাখা হয়েছে ভালোবাসা।
127)
দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো।
দুঃখের পিছনেও যে সুখ আছে
সেটা যদি সবাই জানতো।
ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি
এগুলো সবই আছে কিন্তু ভালোবাসার
এসব অনেকের জীবনেও মিছে।
128)
চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত,
সূর্য কে ভালবাসি দিন পর্যন্ত,
ফুল কে ভালবাসি সুভাস পর্যন্ত,
কিন্তু তোমাকে ভালবেসে যাবো
আমার শেষ নিশ্বাস পর্যন্ত।
129)
যার কাছে সব কিছুবলা যায়...
যার হাতে হাত রেখে চলা যায়...
যাকে আপন বলে ভাবা যায়...
যার কাছে বিশ্বাস টুকো জমা রাখা যায়..
তাকেই তো ভালবাসা যায়..
130)
আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে
আছি তোমার ভালবাসা নিবো বলে।
দাও তুমি কতো ভালবাসা দেবে আমায়।
বিনিময়ে একটা হৃদয় তোমায় দিবো যা
কখনো ফিরিয়ে নেবার নয়।
131)
যখন কেউ কারো জন্য কাদে ... সেটা হল আবেগ.…
যখন কেউ কাউকে কাদায়, সেটা হল প্রতারনা…
আর যখন কেউ কাউকে কাদিয়ে নিজেও কেদে ফেলে ... ...!!
সেটা হল প্রকৃত ভালোবাসা !!
0
132)
মন নেই ভালো, জানিনা কি হলো,
পাসে নেই তুমি, কি করি আমি,
পাখী যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে,
তুমি কি যাবে আমর সাথে ¡
133)
আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝিনা,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কে জানে হায় কোন আগুনে,
মরিব আমি এই ফাগুনে ।
134)
যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন
একটা করে তোমাকে দিয়ে বলি আমি
তোমাকে ভালবাসি ,সব গোলাপ শেষ
হয়ে যাবে ..তবুও আমার ভালবাসা শেষ
হবে না ..হয়তো আজও আমার ভালবাসার
গভীরতা বুঝতে পারো নি .......
135)
টিপ দিলেই বলিস তুই টিপ হয়েছে বাঁকা,
ঠিক করার অজুহাতে আমায় ছুঁয়ে থাকা।
জ্বর এসেছে শুনলে জানি কপাল ছুঁয়ে দিবি,
ভালোবাসি বলতে গাধা আর কত সময় নিবি?
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0