ভালবাসার এসএমএস
1)
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো,
স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা ,
মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা ।
2)
একটি প্রকৃত ভালবাসা হতে পারে
দৈহিক অথবা ঐশ্বরিক।
সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা
শাশ্বত ও অধিক শান্তিপূর্ন।
3)
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
4)
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।।
তোকে অনেক ভালবাসি ।
5)
যদি বৃষ্টি হতাম...... তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
0
6)
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
7)
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা..
8)
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.
9)
টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,
কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে,
মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,
জানু শুধু তোমার জন্য ।
10)
আমার ভালোবাসা সেদিন সার্থক হবে…
যে দিন ভালোবাসার মানুষটি
১ ফোটা চোখের জল ফেলে বলবে…
আমি শুধু তোমাকেই ভালোবাসি।
11)
বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য,
তুমি যে আমার আমি যে তোমার
____ তুমি শুধু আমার জন্যে____
0
12)
প্রিয়জন যদি থাকে পাশে,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে।
ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় ,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।
13)
মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?
14)
মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,
যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই,
ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়।
আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায় !!!
15)
লাগবে যখন খুব একা, চাঁদ হয়ে দিবো দেখা ..
মনটা যখন থাকবে খারাপ, স্বপ্নে গিয়ে করবো আলাপ ..
কষ্ট যখন মন আকাশে, তাঁরা হয়ে জ্বলবো পাশে ।
Please
login To write Sms
বাংলা এসএমএস Category
0
0